Job Opportunity- Security Guard, Akij Group আকিজ গ্রুপ, নিরাপত্তা কর্মী আবশ্যক

Job Opportunity- Security Guard, Akij Group আকিজ গ্রুপ, নিরাপত্তা কর্মী আবশ্যক

নিরাপত্তা কর্মী আবশ্যক
আকিজ গ্রণ্প-এর নারায়নগঞ্জ, ধামরাই, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, চাপাইনবাবগঞ্জ, ছাতক-এ অবস্থিত বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান সমূহে জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক নিরাপত্তা প্রহরী (Security Guard) নিয়োগ করা হবে।

নিরাপত্তা প্রহরী (Security Guard)
সরাসরি ইন্টারভিউ/ Walk-in Interview
যোগ্যতা এবং অভিজ্ঞতা: 
প্রার্থীকে ন্যুনতম অষ্টম শ্রেনী পাশসহ অবসর প্রাপ্ত সামরিক/বি.জি.বি/আনসার বাহিনীর সদস্য হতে হবে অথবা এস.এস.সি পাশসহ কোন কারখানায়/প্রতিষ্ঠানে নিরাপত্তা প্রহরী হিসাবে কমপক্ষে ৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে ৷ উচ্চতা ন্যুনতম ৫'-৫"।

সুযোগ-সুবিধাদি: 
উল্লিখিত পদে আকর্ষণীয় বেতনে শিক্ষানবীশ হিসাবে নিয়োগ করা হবে এবং শিক্ষানবীশ কাল সন্তোষজনকভাবে সমান্তির পর পরবর্তীতে কর্মদক্ষতার ভিত্তিতে চাকুরীতে স্থায়ীকরণসহ বেতন বৃদ্ধি করা হবে। এছাড়াও উৎসব বোনাস, ফ্রি আবাসন সুবিধাসহ প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি ভোগ করতে পারবেন ।

ইন্টারভিউ তারিখ ও সময়: 
প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে আগামী ০৫/০৮/২০১৯ ইং তারিখ পর্যন্ত (ছুটির দিন এবং শুক্রবার ব্যতীত) দুপুর ০২:০০ টা হতে বিকাল ০৫:০০ টা পর্যন্ত (অফিস চলাকালীন সময়) সরাসরি ইন্টারভিউয়ের জন্য উপস্থিত থাকতে বলা হলো ।

ইন্টারভিউ স্থান: 
আকিজ গ্রুপ, ১৮৩ তেজর্গাও শিল্প এলাকা (শান্তা টাওয়ারের পেছনে), তেজগাও, ঢাকা-১২০৮-এ উপস্থিত হবার জন্য অনুরোধ করা যাচ্ছে।

প্রয়োজনীয় কাগজপত্র: 
উপরে বর্ণিত পদের জন্য উল্লিখিত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদেরকে এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং ফোন নাম্বার সহ পূর্ণ জীবন বৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ, অভিজ্ঞতা ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপিসহ আকিজ গ্রুপ, ১৮৩ তেজগাঁও শিল্প এলাকা (শান্তা টাওয়ারের পেছনে), তেজগাঁও, ঢাকা-১২০৮-এ নির্ধারিত সময়ের মধ্যে সরাসরি উপস্থিত হবার জন্য অনুরোধ করা যাচ্ছে ।

কর্তৃপক্ষ

Post a Comment

2 Comments

  1. জব হবে কি

    ReplyDelete
    Replies
    1. আকিজ গ্রুপ জব হবে কি

      Delete