Bangladesh Pharmacy Council- Pharmacy Certificate Registration Course

Bangladesh Pharmacy Council- Pharmacy Certificate Registration Course

Bangladesh Pharmacy Council
বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল
রাহাত টাওয়ার, ১৪ লিংক রোড, পশ্চিম বাংলামোটর, ঢাকা- ১০০০


স্বারক নং  পিসিবি/৮৪০
তারিখ: ৩০/০৭/২০১৯

ফার্মেসী সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি

ওষুধ ব্যবসার সাথে জড়িত সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ফার্মেসী সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের ক্লাস আগামী ০১ সেপৌম্বর ২০১৯ তারিখ থেকে পুনরায় চালু করা হবে।

ফার্মেসী সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনার সময়সূচী ॥
ব্যাচ, ক্লাস শুরু, ফরম জমা দান
01. সেপ্টেম্বর - নভেম্বর
সেপ্টেম্বর মাসের প্রথম শুক্রবার
ক্লাস শুরুর 15 কর্মদিবস পূর্বে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে জমা দিতে হবে

ব্যাচ, ক্লাস শুরু, ফরম জমা দান
02. ডিসেম্বর - ফেব্রুয়ারি
ডিসেম্বর মাসের প্রথম শুক্রবার
ক্লাস শুরুর 15 কর্মদিবস পূর্বে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে জমা দিতে হবে

ব্যাচ, ক্লাস শুরু, ফরম জমা দান
03. মার্চ - মে
মার্চ মাসের প্রথম শুক্রবার
ক্লাস শুরুর 15 কর্মদিবস পূর্বে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে জমা দিতে হবে

ব্যাচ, ক্লাস শুরু, ফরম জমা দান
04. জুন - আগস্ট
জুন মাসের প্রথম শুক্রবার
ক্লাস শুরুর 15 কর্মদিবস পূর্বে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে জমা দিতে হবে
=================================

একটি ব্যাচ সর্বোচ্চ ১০০ জন (একশত) প্রশিক্ষণার্থী নিয়ে পরিচালিত।
একটি শাখায় একটি সেশনে সর্বোচ্চ ২টি ব্যাচ পরিচালিত হবে।

ভর্তির যোগ্যতা 
১. আবেদনকারীকে এস,.এস.সি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২. আবেদনকারীর বয়সসীমা ১৭-৫০ বছরের মধ্যে হতে হবে।
৩. ড্রাগ লাইসেন্স ধারী ফার্মেসির মালিক নিজে বা তার ফার্মেসীতে কর্মরত এক বা একাধিক বাক্তি।

কোর্স ও পরীক্ষার ফি 
* কোর্স ফি ২৩৫০/- (দুই হাজার তিনশত পঞ্চাশ) টাকা
* পরীক্ষার ফি ১,৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা এবং আবেদন ফরম ১০/- দশ টাকা
--------------------
সর্বমোট 3,860/- (তিন হাজার আটশত ষাট) টাকা “বাংলাদেশ ফার্মেসী কাউদ্গিল” এর অনুকূলে পে-অর্ডারের মাধামে জমা করতে হবে। কোন অবস্থাতেই উল্লেখিত ফি নগদ গ্রহণ করা যাবে না এবং নির্ধারিত ফি এর অতিরিক্ত অর্থ গ্রহণ করা যাবে না। (পে-অর্ডারের ব্যাংক কমিশন আবেদনকারীকে বহন করতে হবে।)
--------------------
আগ্রহী উল্লেখিত ভর্তির যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের বাংলাদেশ কেমিস্টস্‌ এন্ড ড্রাগিস্ট সমিতির জেলা শাখা/উপ-শাখা
অফিসের নিম্নবর্ণিত ঠিকানা থেকে আবেদন ফরম সংগ্রহ করে আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্রাদি জমা করার জন্য অনুরোধ করা যাচ্ছেঃ
১, ভর্তির ফরমের সাথে এস.এস.সি/সমমানের সনদপত্রের সত্যায়িত কপি।
২. সংশ্লিষ্ট ফার্মেসীর ড্রাগ লাইসেন্স এর সহ্যায়িত কপি এবং মনোনীত ব্যক্তির ক্ষেত্রে ফার্মেসীর নিজস্ব প্যাডে মালিক কর্তৃক প্রতায়নপত্র
৩. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি।
৪. সদ্যতোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ল্যাব প্রিন্ট ছবি।
&. নির্ধারিত ফি (অফেরৎযোগা) পে-অর্ডারের মাধামে জমা করতে হবে।

বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল এখানে ক্লিক করুন

Post a Comment

0 Comments