বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড
আগারগাঁও শেরেবাংলা নগর ঢাকা 1207
সরকারি কৃষি ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছর মেয়াদি সরকারি কৃষি ডিপ্লোমা কোর্সে কৃষি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন এ টি আই সমূহে 2019-2020 শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তি চলছে
বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন
চার বছর মেয়াদী সরকারি কৃষি ডিপ্লোমা ভর্তির যোগ্যতা
2015, 2016, 2017, 2018 ও 2019 সালে দেশের যে কোন শিক্ষা বোর্ড অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এস এস সি ও দাখিল/ এস এস সি- ভোকেশনাল ও দাখিল- ভোকেশনাল সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে জিপিএ 2.50 প্রাপ্ত শিক্ষার্থীরা অথবা ও লেভেল যে কোন একটি বিষয়ে C গ্রেড এবং গণিত সহ যেকোনো দুটি বিষয়ে নূন্যতম D গ্রেড সহ উত্তীর্ণ শিক্ষার্থীরা 2019-2020 শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে
➤প্রোগ্রাম- ডিপ্লোমা ইন এগ্রিকালচার গভ./ Diploma in Agricultural Gov
➤এপ্লিকেশন কোড - GAGA
➤রেজিস্ট্রেশন কোড - GAGC
➧ভর্তির আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি- রকেট, শিওর ক্যাশ ও বিকাশের মাধ্যমে ভর্তির আবেদন ফি দেয়া যাবে
➧বিস্তারিত ভর্তির আবেদন করার 48 ঘণ্টার মধ্যে নিশ্চয়ন সম্পন্ন করতে হবে অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে
➧আসন খালি থাকা সাপেক্ষে ভর্তি কার্যক্রম আগামী 17/07/2019 তারিখ হতে 30/07/2019 তারিখ পর্যন্ত চলবে
ক্লাস আরম্ভ: 01-08-2019
➧ডিপ্লোমা ইন এগ্রিকালচার থেকে পাশকৃত দের ক্ষেত্রে
*উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে সরকারি/ বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগের সুযোগ
* কৃষি সংক্রান্ত ব্যবসা প্রতিষ্ঠান ও বাণিজ্যিক খামারে দেশে বিদেশে ডিপ্লোমা কৃষিবিদদের ব্যাপক চাহিদা রয়েছে
➭আর নয় বেকারত্বঃ ও ডিপ্লোমা কৃষিবিদ হলে দেশে-বিদেশে ডিপ্লোমা কৃষিবিদদের ব্যাপক চাহিদা রয়েছে
➭ফেসবুক- bteb admission 2019
পরিচালক- কারিকুলাম
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড
আগারগাঁও ঢাকা
1 Comments
কারিগরি শিক্ষা বোর্ড রেজাল্ট সম্পর্কীত লেখা প্রত্যাশা করি। আশা করি ভবিষ্যতে আরো বেশী শিক্ষামূলক পোস্ট দিবেন। ধন্যবাদ।
ReplyDelete