Technical Education Board কারিগরি শিক্ষা বোর্ড: Gov Agricultural Diploma সরকারি কৃষি ডিপ্লোমা

Technical Education Board কারিগরি শিক্ষা বোর্ড: Gov Agricultural Diploma সরকারি কৃষি ডিপ্লোমা


বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড 
আগারগাঁও শেরেবাংলা নগর ঢাকা 1207 

সরকারি কৃষি ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি 

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছর মেয়াদি সরকারি কৃষি ডিপ্লোমা কোর্সে কৃষি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন এ টি আই সমূহে 2019-2020 শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তি চলছে
বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন 

চার বছর মেয়াদী সরকারি কৃষি ডিপ্লোমা ভর্তির যোগ্যতা 

2015, 2016, 2017, 2018 ও 2019 সালে দেশের যে কোন শিক্ষা বোর্ড অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এস এস সি ও দাখিল/ এস এস সি- ভোকেশনাল ও দাখিল- ভোকেশনাল সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে জিপিএ 2.50 প্রাপ্ত শিক্ষার্থীরা অথবা ও লেভেল যে কোন একটি বিষয়ে C গ্রেড এবং গণিত সহ যেকোনো দুটি বিষয়ে নূন্যতম D গ্রেড সহ উত্তীর্ণ শিক্ষার্থীরা 2019-2020 শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে

➤প্রোগ্রাম- ডিপ্লোমা ইন এগ্রিকালচার গভ./  Diploma in Agricultural Gov

➤এপ্লিকেশন কোড - GAGA

➤রেজিস্ট্রেশন কোড - GAGC

➧ভর্তির আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি- রকেট, শিওর ক্যাশ ও বিকাশের মাধ্যমে ভর্তির আবেদন ফি দেয়া যাবে

➧বিস্তারিত ভর্তির আবেদন করার 48 ঘণ্টার মধ্যে নিশ্চয়ন সম্পন্ন করতে হবে অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে

➧আসন খালি থাকা সাপেক্ষে ভর্তি কার্যক্রম আগামী 17/07/2019 তারিখ হতে 30/07/2019 তারিখ পর্যন্ত চলবে
ক্লাস আরম্ভ: 01-08-2019

ডিপ্লোমা ইন এগ্রিকালচার থেকে পাশকৃত দের ক্ষেত্রে

 *উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে সরকারি/ বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগের সুযোগ 
* কৃষি সংক্রান্ত ব্যবসা প্রতিষ্ঠান ও বাণিজ্যিক খামারে দেশে বিদেশে ডিপ্লোমা কৃষিবিদদের ব্যাপক চাহিদা রয়েছে 

➭আর নয় বেকারত্বঃ ও ডিপ্লোমা কৃষিবিদ হলে দেশে-বিদেশে ডিপ্লোমা কৃষিবিদদের ব্যাপক চাহিদা রয়েছে

➭ফেসবুক- bteb admission 2019

পরিচালক- কারিকুলাম 
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড 
আগারগাঁও ঢাকা


Post a Comment

1 Comments

  1. কারিগরি শিক্ষা বোর্ড রেজাল্ট সম্পর্কীত লেখা প্রত্যাশা করি। আশা করি ভবিষ্যতে আরো বেশী শিক্ষামূলক পোস্ট দিবেন। ধন্যবাদ।

    ReplyDelete