GAZIPUR-1706, BANGLADESH.
TELEPHONE-(02) 996695323, FAX-580-02-996695316, 996655333,
PABX-796875310-14, WEB- www.bsmrau.edu.bd
Admission in MS & PhD Program
Circular: 01-05-2023
=============
এমএস ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি
**বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়-এ সামার ২০২৩ টার্মে কোর্স ক্রেডিট পদ্ধতির অধীনে এমএস ও পিএইচডি প্রোগ্রামে নিম্নলিখিত বিষয়ে ছাত্র-ছাত্রী ভর্তি করা হইবে।
এমএসঃ
কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন; এগ্রোমেটেরিওলজি; কৃষিতত্ত্ব; বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং; ফসল উদ্ভিদবিদ্যা; এনভাইরনমেন্টাল সায়েন্স; কীটতত্ত্ব; ফুড ইঞ্জিনিয়ারিং; কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন; উদ্যানতত্ত্ব; সেচ ও পানি ব্যবস্থাপনা; উদ্ভিদ রোগতত্ত্ব; মৃত্তিকা বিজ্ঞান; বীজ বিজ্ঞান ও প্রযুক্তি; অ্যাকোয়াকালচার; ফিশারিজ বায়োলজি এন্ড অ্যাকোয়াটিক এনভাইরনমেন্ট; ফিশারিজ ম্যানেজমেন্ট; ফিশারিজ টেকনোলজি; জেনেটিক্স অ্যান্ড ফিশ ব্রিডিং; অ্যানাটমি, অ্যানিম্যাল সায়েন্স; ডেয়রি সায়েন্স; পোল্ট্রি সায়েন্স; মেডিসিন; প্যাথলজি; ফার্মাকোলজি; ফিজিওলজি; সার্জারি; থেরিওজেনোলজি; কৃষিবনায়ন ও পরিবেশ
পিএইচডিঃ
কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন; কৃষিতত্ত্ব; ফসল উদ্ভিদবিদ্যা; এনভাইরনমেন্টাল সায়েন্স; কীটতত্ত্ব; কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন; উদ্যানতত্ত্ব; উদ্ভিদ রোগতত্ত্ব; মৃত্তিকা বিজ্ঞান; বীজ বিজ্ঞান ও প্রযুক্তি; ডেয়রি সায়েন্স; কৃষিবনায়ন ও পরিবেশ
*আবেদনপত্র বিতরণ শুরুঃ ০৩/০৫/২০২৩
*আবেদনপত্র জমাদানের শেষ তারিখঃ ২১/০৫/২০২৩
*বিদেশী ছাত্র-ছাত্রীগণ যে কোন সময়ে ভর্তির জন্য আবেদন করিতে পারিবেন। যোগাযোগ: পরিচালক (আন্তর্জাতিক বিষয়ক), ই-মেইল: diria@bsmrau.edu.bd
*ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bsmrau.edu.bd
✓
প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান
ডিন, গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদ
সদস্য-সচিব, ছাত্র-ভর্তি কমিটি (গ্র্যাজুয়েট প্রোগ্রাম)
ফোনঃ ৯৯৬৬৯৫৩১৫
Application Deadline:
21 May 2023
==================
0 Comments