Prime Minister's Education Assistance Trust: পিএইচডি ফেলোশিপ PhD Fellowship Notice

Prime Minister's Education Assistance Trust: পিএইচডি ফেলোশিপ PhD Fellowship Notice


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Prime Minister's Education Assistance Trust
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
উপ-পরিচালকের দপ্তর
বাড়ি নং- ৪৪, স্থানীয় নং- ১২/এ, ধানমণ্ডি, ঢাকা- ১২০৯

Circular: 25-04-2023

=============

তারিখ: ৩০ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ/ ১৩ এপ্রিল ২০২৩ খ্রিষ্টাব্দ

নং- ৩৭.২৪.০০০০.০০০.৩২.০০২.২১.১৩২

Date: 18-04-2023 (Published)

পিএইচডি ফেলোশিপ বিজ্ঞপ্তি

PhD Fellowship Notice


*বিষয়: বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পিএইচডি শিক্ষার্থীদের থেকে ট্রাস্টের আওতায় ২০২৩-২০২৪ অর্থবছরে ফেলোশিপের জন্য আবেদন আহবান। 

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় ফেলোশিপ ও বৃত্তি প্রদানের লক্ষ্যে দেশের অভ্যন্তরস্থ সরকারি বিশ্ববিদ্যালয়সমূহে পিএইচডি কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে:


আবেদনের নিয়ম ও শর্তাবলি:

1* পিএইচডি ফেলোশিপ ও বৃত্তি প্রদান নির্দেশিকা, ২০২২ এ বর্ণিত শর্ত, যোগ্যতা এবং অন্যান্য বিষয়াদি অনুসরণপূর্বক শিক্ষার্থীবৃন্দ অনলাইনের মাধ্যমে (www.eservice.pmeat.gov.bd/mnp) আবেদন করবেন।

2* আগামী ২৪ এপ্রিল ২০২৩ খ্রি: হতে ২৩ মে ২০২৩ খ্রি: তারিখ রাত ১২.০০ টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর আবেদন প্রেরণের কোন সুযোগ থাকবে না।

3* সমগ্র শিক্ষা জীবনে ন্যূনতম ২টি প্রথম বিভাগ (জিপিএ ৫ স্কেলে ৩.৫০ এবং ৪ স্কেলে ৩.০০) থাকতে হবে। বৃত্তির জন্য আবেদনের সর্বশেষ তারিখে বয়স সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে।

4* অনলাইনে আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত অনুলিপি ও পিএইচডি রেজিস্ট্রেশনের কপি সংযোজন (Upload) করতে হবে।

5* আবেদনকারী নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান/বিভাগ প্রধানের প্রত্যয়ন এবং সরকারি/আধা-সরকারি/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের কপি সংযোজন (Upload) করতে হবে।

6* কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তি বাতিল/পরিবর্তন এবং যে কোনো আবেদন বিবেচনা/ বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন।

7* বিস্তারিত জানতে ওয়েবসাইট হতে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট পিএইচডি ফেলোশিপ ও বৃত্তি প্রদান নির্দেশিকা, ২০২২ দেখা যেতে পারে।



(আবদুন নূর মুহাম্মদ আল ফিরোজ)

ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব)

ফোন: ০২-৮১৯১২২০০

ই-মেইল: md@pmeat.gov.bd


হট লাইন: ০১৭৭৮৯৫৮৩৫৬, ০১৭৭৮৯৬৪১৫৬
Hot Line: 01778958356, 01778964156

-----------
*See the Announcement/ Circular Below. 

Application Deadline: 

   23 May 2023

==================

Circular Published in National Dailies (*18-04-2023)


ইংরেজিতে প্রকাশিত সার্কুলার দেখতে 
To see the recent job circular published in ENGLISH LANGUAGE






Post a Comment

0 Comments