National Hotel and Tourism Training Institute, Bangladesh Tourism Corporation: Admission

National Hotel and Tourism Training Institute, Bangladesh Tourism Corporation: Admission

National Hotel and Tourism Training Institute
Bangladesh Tourism Corporation 
(Government Tourism Organization)
Admission Notice
National Certificate Course
ন্যাশনাল হোটেল এ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট
বাংলাদেশ পর্যটন করপোরেশন 
(সরকারী পর্যটন সংস্থা)

ভর্তি বিজ্ঞপ্তি

ন্যাশনাল সার্টিফিকেট কোর্স
Website: 

Circular: 30-04-2023

=============

Memo/ Ref No: & Date: 
Date: 30-April-2023 (Published)

Admission Notice

National Certificate Course


ন্যাশনাল হোটেল এ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট

বাংলাদেশ পর্যটন করপোরেশন (সরকারী পর্যটন সংস্থা)

ভর্তি বিজ্ঞপ্তি

ন্যাশনাল সার্টিফিকেট কোর্স

দেশে-বিদেশে হোটেল, মোটেল, গেস্ট হাউজ, রেস্তোরাঁ, ফাস্ট ফুড শপ, বেকারী, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, বিমান সংস্থাসহ পর্যটন শিল্প ও অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানে প্রাসঙ্গিক ক্ষেত্রে কর্মজীবন গড়ে তুলতে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নিম্নবর্ণিত বিষয়ে ১৮ সপ্তাহ মেয়াদী ন্যাশনাল সার্টিফিকেট কোর্সে ভর্তির জন্য নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা যাচ্ছে।


প্রশিক্ষণ কোর্সের নাম ও বিবরণ 

নিয়মিত কোর্সসমূহ (১৮ সপ্তাহ)

ভর্তি পরীক্ষার তারিখ ও সময়

01. ফুড এ্যান্ড বেভারেজ প্রোডাকশন (শেফ এর কাজ শেখানো হয়)

*(কোর্স কোডঃ FBP - 157/2023 & 158/2023)

*হোটেল, মোটেল ও রেস্তোরাঁ পরিচালনার ক্ষেত্রে আন্তর্জাতিক মান পদ্ধতি অনুযায়ী দেশী- বিদেশী খাবার-পানীয় প্রস্তুত, ডেকোরেশন ও পরিবেশন এবং স্টোরিং, কস্টিং পারচেইজিং সহ সম্পৃক্ত বিষয়াদি।

*কোর্স ফি ৪৫,০০০/- টাকা।

*লিখিত পরীক্ষা:  ১৫-০৫-২০২৩   সকাল: ১০:০০টা


02. ফুড এ্যান্ড বেভারেজ সার্ভিস

*(কোর্স কোডঃ FBS - 137 / 2023 )

*হোটেল, মোটেল ও রেস্তোরাঁ পরিচালনার ক্ষেত্রে আন্তর্জাতিক মান অনুযায়ী রেস্তোরাঁ প্রিপারেশন, টেবিল সেট-আপ, খাদ্য ও পানীয় পরিবেশনের কলাকৌশল প্রশিক্ষণ দেয়া হয়।

*কোর্স ফি ৩৫,০০০/- টাকা। 

*লিখিত পরীক্ষা:  ১৬-০৫-২০২৩   সকাল: ১০:০০টা


03. বেকারী এ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন

*(কোর্স কোডঃ BPP - 111 / 2023)

*হোটেল, মোটেল ও আধুনিক মানসম্পন্ন ফাস্ট ফুড শপ ও বেকারী পরিচালনার ক্ষেত্রে কেক, পেস্ট্রি, ব্রেড, কুকিজ প্রস্তুত প্রণালী।

*কোর্স ফি ৩৫,০০০/- টাকা।

*লিখিত পরীক্ষা:  ১৬-০৫-২০২৩   দুপুর: ১২:০০টা 


04. ট্রাভেল এজেন্সি এ্যান্ড ট্যুর অপারেশন্স

*(কোর্স কোডঃ TATO - 119 / 2023)

*এয়ারলাইন্স, ট্রাভেল এজেন্সি ও ট্যুর অপারেটর প্রতিষ্ঠানসমূহ পরিচালনা এবং এয়ারলাইন্স টিকেটিং ও এয়ারলাইন্স ফেয়ার ক্যালকুলেশন অন্তর্ভুক্ত বিষয়াদি।

*কোর্স ফি ৩৫,০০০/- টাকা।

*লিখিত পরীক্ষা:  ১৭-০৫-২০২৩   সকাল: ১০:০০টা


05. ফ্রন্ট অফিস এ্যান্ড সেক্রেটারিয়্যাল অপারেশন্স

*(কোর্স কোডঃ FO - 123/2023)

*হোটেল, মোটেল, গেস্ট হাউজ ও সেবামূলক প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে অভ্যর্থনা সহ

ফ্রন্ট অফিসের যাবতীয় কার্যাবলী।

*কোর্স ফি ৩০,০০০/- টাকা।

*লিখিত পরীক্ষা:  ১৭-০৫-২০২৩   দুপুর: ১২:০০টা 


06. হাউজ-কিপিং এ্যান্ড লণ্ডী অপারেশন্স

*(কোর্স কোডঃ HKL - 117 / 2023)

*হোটেল, মোটেল, গেস্ট হাউজ ও সেবামূলক প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে কক্ষ সাজ-

সজ্জা, বেড তৈরী, ক্লিনিং, লন্ড্রী সার্ভিস, হাইজিন এ্যান্ড স্যানিটেশন।

*কোর্স ফি ৩০,০০০/- টাকা।

*লিখিত পরীক্ষা:  ১৭-০৫-২০২৩   দুপুর: ১২:০০টা 


বৈশিষ্ট্যঃ

* আধুনিক প্র্যাকটিক্যাল ল্যাব 

* আন্তর্জাতিকমানের কোর্স কারিকুলাম 

* দেশে ও বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ প্রশিক্ষকবৃন্দ 

* প্রতিদিন ১ ঘন্টা করে বিষয়ভিত্তিক ইংরেজী ক্লাস 

* বেসিক কম্পিউটার প্রশিক্ষণ 

* কৃষ্টি ও সংস্কৃতি বিষয়ে পাঠদান। ফরোয়ার্ড লিংকেজ এর মাধ্যমে এটাচমেন্ট ও প্রশিক্ষণার্থিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। সরকারী তত্ত্বাবধানে বিদেশে কর্মসংস্থানের সুযোগ রয়েছে।


জ্ঞাতব্য বিষয়ঃ

১। অফিস চলাকালীন সময়ে (সকাল ১০:০০টা থেকে বিকাল ৩:০০টা পর্যন্ত) মহাখালীস্থ ইস্টিটিউটের অফিস হতে ৩০০.০০ (তিনশত) টাকা মূল্যে ভর্তির ফর্ম ক্রয় করা যাবে। পূরণকৃত ভর্তি ফর্মের সাথে শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র/প্রশংসাপত্র এবং ২ (দুই) কপি পাসপোর্ট/স্ট্যাম্প সাইজ ছবি জমা দিতে হবে।

২। সর্বোচ্চ ৩৫ বছর বয়সের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বিশেষ ক্ষেত্রে শিথিল যোগ্য।

৩। ট্রাভেল এজেন্সি এ্যান্ড ট্যুর অপারেশন্স এবং ফ্রন্ট অফিস এ্যান্ড সেক্রেটারিয়্যাল অপারেশন্স কোর্সের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচ, এস, সি বা সমমান এবং অন্যান্য কোর্সের জন্য ন্যূনতম এস, এস, সি বা সমমানের। 

৪। যোগাযোগ: ৮৩-৮৮ বীর উত্তম এ কে খন্দকার সড়ক, মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১৩।

ফোন- ০২২২২২৯৯২৯১, ০২২২২২৯৯২৮৯।

৫। আবেদন পত্র দাখিল করার শেষ তারিখঃ ১৪-০৫-২০২৩।

৬। ভর্তির শেষ সময়: ০৮-০৬-২০২৩।

৭। কোর্স আরম্ভ হওয়ার তারিখঃ ১২-০৬-২০২৩।



(শাকের হোসেন)

অধ্যক্ষ


Website: 
*See the Vacancy Announcement/ Recruitment Circular Below. 

Application Deadline: 

  14 May 2023

==================

Circular Published in National Dailies (*30-04-2023)


=== 

ইংরেজিতে প্রকাশিত জব সার্কুলার দেখতে 
To see the recent job circular published in ENGLISH LANGUAGE






Post a Comment

0 Comments