Police Lines High School, Brahmanbaria
পুলিশ লাইনস্ উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া
*স্থাপিত: ১৯৯৬ খ্রি: *EIIN: 103266
ডাকঘর: ব্রাহ্মণবাড়িয়া, উপজেলা: ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
মোবা: 01320-114926, 01732-242585
Circular: 18-01-2022
=============
Job Circular/ Career Opportunity
নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ পুলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা কর্তৃক পরিচালিত পুলিশ লাইনস্ উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়ায় আকর্ষণীয় বেতন ও সুবিধাসহ বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে নিম্ন বর্ণিত পদসমূহে শিক্ষক নিয়োগ করা হবে।
পদের নাম
01. প্রধান শিক্ষক - ০১,
যে কোন বিষয়ে স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর, বিএড
02. সহকারী শিক্ষক: বাংলা- ০১
সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর
03. সহকারী শিক্ষক: ইংরেজী ০১
সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর
04. সহকারী শিক্ষক: বিজ্ঞান-০১
সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর
05. সহকারী শিক্ষক: সামাজিক বিজ্ঞান- ০১
সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর
06. সহকারী শিক্ষক: প্রাথমিক শাখা ০১
কোন বিষয়ে স্নাতক / স্নাতক (সম্মান)
সকল পদের জন্য বয়স-- অনূর্ধ্ব ৩৫ বছর
সকল পদের জন্য বেতন-- আলোচনা সাপেক্ষে
শর্ত সমূহঃ
01. প্রধান শিক্ষক পদে আবেদনকারী যেকোন মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক/সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন। এমন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।
02. দরখাস্তে আবেদনকারীর নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, বয়স, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর ও অভিজ্ঞতা (যদি থাকে) উল্লেখ পূর্বক সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি সত্যায়িত ছবিসহ সভাপতি, পুলিশ লাইনস্ উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া এর বরাবরে উল্লেখিত (১-৬) নং পদের জন্য ৫০০/- টাকা সোনালী ব্যাংক উপজেলা কমপ্লেক্স শাখা, ব্রাহ্মণবাড়িয়া, ডাকযোগে/সরাসরি ৩১/০১/২০২৩ খ্রিঃ তারিখের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপারের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া নিকট আবেদন পত্র পৌছাতে হবে।
03. আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত সনদ ও নম্বরপত্র ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) এবং জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে।
04. পরীক্ষার দিন সকাল ৯.০০ ঘটিকা হতে প্রবেশপত্র বিতরণ করা হবে।
05. অসম্পূর্ণ/ ত্রুটিপূর্ণ দরখাস্ত বাতিল বলে গণ্য করা হবে।
06. লিখিত ও মৌখিক পরীক্ষা আগামী 05/02/2023 খ্রিঃ রোজ রবিবার সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ লাইনস্ উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় অবশ্যই মূল সনদপত্রসহ সংশ্লিষ্ট কাগজপত্র সঙ্গে আনতে হবে। কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
07. অত্র নিয়োগ প্রদান, স্থগিত ও বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
08. কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নহে।
✓
(মোহাম্মাদ শাখাওয়াত হোসেন)
পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া
ও
সভাপতি
পুলিশ লাইনস্ উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া
Application Deadline:
31 January 2023
==================
===
0 Comments