Office of Additional District Judge, 1st Court Brahmanbaria অতিরিক্ত জেলা জজ, ১ম আদালত এর কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া: Job Circular

Office of Additional District Judge, 1st Court Brahmanbaria অতিরিক্ত জেলা জজ, ১ম আদালত এর কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া: Job Circular

Government of the People's Republic of Bangladesh
Office of Additional District Judge, 1st Court
  Brahmanbaria.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অতিরিক্ত জেলা জজ, ১ম আদালত এর কার্যালয়
ব্রাহ্মণবাড়িয়া।
Website: 

Circular: 18-01-2023

=============

Memo/ Ref No:/ স্মারক নং- ৪৩৮

তারিখ: ১৭ জানুয়ারী ২০২৩/ ০৩ মাঘ ১৪২১

Job Circular/ Career Opportunity

নিয়োগ বিজ্ঞপ্তি

ব্রাহ্মণবাড়িয়া জেলা জজশীপের অধীন সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নলিখিত শূন্য পদ পূরণের নিমিত্তে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের (ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দাদের অগ্রাধিকার দেয়া হবে) নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

===

পদের নাম- নৈশপ্রহরী (নিরাপত্তা প্রহরী)
পদের সংখ্যা- ০১ (এক) টি
বেতন স্কেল- টাঃ ৮২৫০-২০০১০/-
বয়স- ১৮-৩০
শিক্ষাগত যোগ্যতা- ৮ম শ্রেণী


আবেদনপত্র প্রেরণের শর্তাবলী:

1. প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে প্রকাশিত নির্ধারিত ফরমের আলোকে বর্ণিত তথ্যাদি পূরণ পূর্বক স্বহস্তে স্বাক্ষর করে আবেদন করতে হবে। ফরমটি www.mopa.gov.bd/uploads/2015/archive/forms/admin-2015-01 ঠিকানা হতে ডাউনলোড করা যাবে। প্রয়োজনে ফরমের আলোকে কম্পিউটার কম্পোজ করে আবেদন করা যাবে।

2. উল্লিখিত পদে নিয়োগের ক্ষেত্রে সকল প্রার্থীকে আগামী ০৯/০২/২০২৩ ইং তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর বরাবরে অফিস চলাকালীন ডাকযোগে/কুরিয়ার সার্ভিসে অথবা সরাসরি দরখাস্ত পৌঁছাতে হবে।

3. ০৯/২/২০২৩ ইং তারিখ প্রার্থীর বয়স ১৮-৩০ বৎসরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ৩২ বছর। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের এবং পোষ্যদের আবেদনপত্রের সাথে মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত একটি কপি যথাযথ কর্তৃপক্ষ স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত দাখিল করতে হবে। আবেদনকারী যে মুক্তিযোদ্ধার সন্তান এই মর্মে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত সার্টিফিকেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

4. দরখাস্তের সহিত নিম্নবর্ণিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে:-

(ক) প্রথম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক (নাম, পদবী সম্বলিত সীলসহ) সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন (৩) কপি রঙ্গিন ছবি,

(খ) সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রমাণ স্বরূপ সনদপত্র সমূহের প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক (নাম, পদবী সম্বলিত সীলসহ) সত্যায়িত ফটোকপি,

(গ) মুক্তিযোদ্ধার সন্তানগণকে আবেদনপত্রের সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী হালনাগাদ সনদপত্রের সত্যায়িত কপি,

(ঘ) স্থানীয় ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশনের মেয়র/কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র এবং জন্ম সনদপত্র দাখিল করতে হবে।

5. নিয়োগের ক্ষেত্রে সকল বিধি বিধান অনুসরণ করা হবে।

6. চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত তারিখের মধ্যে অবশ্যই আবেদনপত্র পৌঁছাতে হবে।

7. নির্ধারিত তারিখের পর প্রাপ্ত এবং ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ দরখাস্ত সরাসরি বাতিল বলে গণ্য হবে। এক্ষেত্রে বাছাই কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

8. সঠিকভাবে আবেদনকারীর বরাবরে লিখিত পরীক্ষার প্রবেশপত্র প্রেরণের জন্য পদের নাম, আবেদনকারীর নাম ও পত্র যোগাযোগের ঠিকানা (বর্তমান ঠিকানা) উল্লেখে ১০ (দশ) টাকার ডাক টিকিট সম্বলিত ৯.৫ ইঞ্চি x ৪.৫ ইঞ্চি মাপের একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে।

9. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত/মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ও সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোন প্রবেশপত্র ইস্যু করা হবে না।

10. নিয়োগ পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য কোন ভ্রমণ ভাতা/দৈনিক ভাতা প্রদান করা হবে না।

11. নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। তৎসংক্রান্তে কোন তথ্য প্রাপ্তির ক্ষেত্রে কোন প্রার্থী অধিকারী হবে না।

12. আবেদনপত্র গ্রহণ ও বাতিল করার পূর্ণ ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।


(আয়েশা আক্তার সুমি)

চেয়ারম্যান, বাছাই কমিটি

অতিরিক্ত জেলা জজ, ১ম আদালত

ব্রাহ্মণবাড়িয়া।


*See the Vacancy Announcement/ Recruitment Circular Below. 

Application Deadline: 

  09 February 2023

==================

Circular Published in National Dailies


=== 

ইংরেজিতে প্রকাশিত জব সার্কুলার দেখতে 
*Click the link below to see the recent job circular published in ENGLISH LANGUAGE in National Dailies (OR Job Circular Source):






Post a Comment

0 Comments