Islamic Foundation Bangladesh ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ: Job Circular নিয়োগ বিজ্ঞপ্তি

Islamic Foundation Bangladesh ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ: Job Circular নিয়োগ বিজ্ঞপ্তি

Islamic Foundation Bangladesh
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ
[প্রতিষ্ঠাতা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান]
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
আগরগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭

Circular: 16-01-2023

=============

Memo/ Ref No: & Date: 

Job Circular/ Career Opportunity

নিয়োগ বিজ্ঞপ্তি

ইসলামিক ফাউন্ডেশন-এর রাজস্বখাতভুক্ত নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে www.Islamicfoundatino.gov.bd ওয়েবসাইটে পূরণকৃত আবেদনপত্র আহবান করা যাচ্ছে। অনলাইন (online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।

পদের নাম + পদের সংখ্যা + বয়স + বেতন স্কেল

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা + জেলা কোটা


01. উপ-পরিচালক- 12

*অনূর্ধ্ব ৪০ বছর

*৩৫৫০-৬৭০১০/- গ্রেড-৬

ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী বা সমমানের মাদ্রাসা ডিগ্রী; এবং 

খ) সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রথম শ্রেণীর ৮ (আট) বৎসরের চাকরির অভিজ্ঞতা।

জেলা কোটা: সকল জেলা


02. সিনিয়র প্রোগ্রাম অফিসার- 05

(ইসলামিক মিশন)

*অনূর্ধ্ব ৩০ বছর

*২৯০০০-৬৩৪১০/- গ্রেড-৭

(ক) ২য় শ্রেণীর সম্মানসহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী বা সমমানের মাদ্রাসা ডিগ্রী।

(খ) সরকারী চাকুরীতে ৬ বৎসর বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ৮ (আট) বৎসরের চাকুরীর অভিজ্ঞতা।

জেলা কোটা: সকল জেলা


03. মেডিকেল অফিসার- 07

(ইসলামিক মিশন)

*অনূর্ধ্ব ৩২ বছর

*২৩০০০-৫৫৪৭০/- গ্রেড-৮

(ক) এম.বি.বি.এস ডিগ্রী।

(খ) মেডিক্যাল পেশায় ২ (দুই) বৎসরের অভিজ্ঞতা।

জেলা কোটা: সকল জেলা


04. সহকারী পরিচালক- 14

*অনূর্ধ্ব ৩০ বছর

*২২০০০-৫৩০৬০/- গ্রেড-৯

প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী অথবা দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী বা সমমানের মাদ্রাসা ডিগ্রী

জেলা কোটা: সকল জেলা


05. স্বাস্থ্য প্রশিক্ষক কাম মেডিকেল অফিসার

(ইমাম প্রশিক্ষণ একাডেমী)

*অনূর্ধ্ব ৩২ বছর

*২২০০০-৫৩০৬০/- গ্রেড-৯

(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে এম.বি.বিএস ডিগ্রী; এবং

(খ) মেডিকেল কলেজে ইন্টার্নশীপ সমাপ্তির পর সরকারী অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ২ বৎসরের চাকুরীর অভিজ্ঞতা

জেলা কোটা: সকল জেলা


06. প্রোগ্রাম অফিসার- 04

(ইসলামিক মিশন)

*অনূর্ধ্ব ৩০ বছর

*২২০০০-৫৩০৬০/- গ্রেড-৯

প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী বা দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী বা সমমানের মাদ্রাসা ডিগ্রী

জেলা কোটা: সকল জেলা


07. ভাষা শিক্ষক (আরবী)- 01

*অনূর্ধ্ব ৩০ বছর

*২২০০০-৫৩০৬০/- গ্রেড-৯

আরবীতে ২য় শ্রেণির সম্মানসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী

জেলা কোটা: সকল জেলা


08. গবেষণা কর্মকর্তা- 01

(ইসলামিক ফাউন্ডেশন)

*অনূর্ধ্ব ৩০ বছর

*২২০০০-৫৩০৬০/- গ্রেড-৯

প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী অথবা দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী বা সমমানের মাদ্রাসা ডিগ্রী।

জেলা কোটা: সকল জেলা


09. সহকারী সম্পাদক- 01

(ইসলামিক ফাউন্ডেশন)

*অনূর্ধ্ব ৩০ বছর

*২২০০০-৫৩০৬০/- গ্রেড-৯

২য় শ্রেণির সম্মানসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী বা সমমানের মাদ্রাসা ডিগ্রী অথবা ৪ (চার) বছর মেয়াদী অনার্স (সম্মান) ডিগ্রী।

জেলা কোটা: সকল জেলা


10. সমাজ বিজ্ঞান প্রশিক্ষক- পশুপাখি পালন ও মৎস্য চাষ - 01

(ইমাম প্রশিক্ষণ একাডেমী)

*অনূর্ধ্ব ৩০ বছর

*২২০০০-৫৩০৬০/- গ্রেড-৯

(ক) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় হইতে মৎস্য বা পশু পালন বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী, ৪ (চার) বৎসর মেয়াদী প্রফেশনাল ডিগ্রী যা মাস্টার্স ডিগ্রীর সমতুল্য অথবা মৎস্য, প্রাণীবিদ্যা বা পশু পালন বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী থাকিতে হইবে।

জেলা কোটা: সকল জেলা


11. প্রশাসনিক কর্মকর্তা - 02

(ইপ্রও আন্দরকিল্লা)

*অনূর্ধ্ব ৩০ বছর

*১৬০০০-৩৮৬৪০/- গ্রেড-১০

সরকারী অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রশাসনিক কাজে ৫ (পাঁচ) বৎসরের অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রী বা সমমানের মাদ্রাসা ডিগ্রী।

জেলা কোটা: সকল জেলা


12. ফার্মাসিস্ট - 06

(ইসলামিক মিশন)

*অনূর্ধ্ব ৩০ বছর

*১৬০০০-৩৮৬৪০/- গ্রেড-১০

স্নাতক ডিগ্রী বা সমমানের মাদ্রাসা ডিগ্রীসহ ফার্মাসিষ্ট ডিপ্লোমা।

জেলা কোটা: সকল জেলা


13. হোমিওপ্যাথ - 05

(ইসলামিক মিশন)

*অনূর্ধ্ব ৩০ বছর

*১৬০০০-৩৮৬৪০/- গ্রেড-১০

Bangladesh Homeopathic Practitioners Ordinance, 1983 (XLI of 1983)-এর অধীন স্বীকৃত হোমিওপ্যাথিক ইনষ্টিটিউশন কর্তৃক প্রদত্ত ডিগ্রী বা ডিপ্লোমা।

জেলা কোটা: সকল জেলা


14. ল্যাবরেটরী টেকনিশিয়ান - 02

(ইসলামিক মিশন)

*অনূর্ধ্ব ৩০ বছর

*১৬০০০-৩৮৬৪০/- গ্রেড-১০

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলীম পাশসহ ল্যাবরেটরী টেকনিশিয়ান কোর্সে ডিপ্লোমা সার্টিফিকেট।

জেলা কোটা: সকল জেলা


15. সিনিয়র স্টাফ নার্স -02

(ইসলামিক মিশন ঝালকাঠি হাসপাতাল)

*অনূর্ধ্ব ৩০ বছর

*১২৫০০-৩০২৩০/- গ্রেড-১১

মিডওয়াইফারীসহ ৩ (তিন) বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং পাশসহ সরকারী/স্বায়ত্তশাসিত হাসপাতালে নার্সিং সেবায় ৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা।

জেলা কোটা: সকল জেলা


16. হোমিও কম্পাউন্ডার- 02

(ইসলামিক মিশন)

*অনূর্ধ্ব ৩০ বছর

*১১৩০০-২৭৩০০/- গ্রেড-১২

Bangladesh Homeopathic Practitioners Ordinance, 1983 (XLI of 1983)-এর অধীন স্বীকৃত হোমিওপ্যাথিক ইনস্টিটিউশন কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথিতে ডিপ্লোমাসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলীম পাশ।

জেলা কোটা: সকল জেলা


17. লেডি ফার্মাসিস্ট - 05

(ইসলামিক মিশন)

*অনূর্ধ্ব ৩০ বছর

*১১৩০০-২৭৩০০/- গ্রেড-১২

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলীম পাশসহ প্যারা মেডিকেল বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা, অথবা কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ৩ (তিন) বৎসর মেয়াদী ডিপ্লোমা ইন-মেডিক্যাল এ্যাসিস্ট্যান্টশীপ।

জেলা কোটা: সকল জেলা


18. এ্যাকাউন্ট এ্যাসিসটেন্ট- 06

(ইসলামিক মিশন)

*অনূর্ধ্ব ৩০ বছর

*১০২০০- ২৪৬৮০/- গ্রেড-১৪

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলীম পাশসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ (চার) বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে।

জেলা কোটা: ঢাকা, নরসিংদী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, রাঙামাটি, রাজশাহী, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, নড়াইল, কুষ্টিয়া জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।


19. স্টোর সহকারী- 01

(ইসলামিক মিশন)

*অনূর্ধ্ব ৩০ বছর

*৯৩০০-২২৪৯০/- গ্রেড-১৬

সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ (দুই) বৎসরের বাস্তব অভিজ্ঞতাসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলীম পাস।

জেলা কোটা: গাজীপুর ও হবিগঞ্জ জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।


20. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক- 02
(ইসলামিক মিশন)
*অনূর্ধ্ব ৩০ বছর
*৯৩০০-২২৪৯০/- গ্রেড-১৬
(ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং মুদ্রাক্ষর লিখনে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজীতে ২০ শব্দ।
জেলা কোটা: সকল জেলা

21. ওয়ার্ড মাস্টার- 01
(ইসলামিক মিশন হাসপাতাল, ঝালকাঠি)
*অনূর্ধ্ব ৩০ বছর
*৯৩০০-২২৪৯০/- গ্রেড-১৬

বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রীসহ সরকারী/স্বায়ত্তশাসিত হাসপাতালে সংশ্লিষ্ট পেশায় ৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা।

জেলা কোটা: সকল জেলা

=======

নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে:


01. ১৭/০২/২০২৩ খ্রি. তারিখে সাধারণ প্রার্থী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের পুত্র-কন্যার ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩০ বছর। তবে, মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখার স্মারক নং-০৫.০০.০০০০.১৭০.০১৭.২০-১৪৯ তারিখ ২২ সেপ্টেম্বর ২০২২ মারফত জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী আবেদনকারীর বয়স ২৫-০৩-২০২০ খ্রি. তারিখে সর্বোচ্চ ৩০ বছর থাকলে উক্ত প্রার্থী আবেদন করার যোগ্য হবেন।

02. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।

03. সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। ২০ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং ১ থেকে ১৯ ও ২১ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।

04. মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত Application Form-সহ সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসাবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ প্রদান করতে হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র দাখিল করতে হবে।

05. আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা ও পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে সে মর্মে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পিতা/মাতা/পিতামহ / মাতামহের মুক্তিযোদ্ধার সার্টিফিকেট এর সত্যায়িত কপি এবং মুক্তিযোদ্ধার পুত্র/কন্যার পুত্র/কন্যা হলে, সে ক্ষেত্রে প্রমাণস্বরুপ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।

06. লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না।

07. কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি ও বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। 

08. গত ২৬-০৮-২০১৮ তারিখে ইসলামিক ফাউন্ডেশনের স্মারক নম্বর-১৬.০১.0000.001.16.00৫.০৩ (ভলি-৩)-৫৯৩৮ মারফত দৈনিক সমকাল ও দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের বিপরীতে যারা আবেদন করেছিলেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

09. অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও করণীয়:

(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://islamicfoundation.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ :

(i) online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১৭/০১/২০২৩ সকাল- ১০:০০ ঘটিকা।

(ii) online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ১৬/০২/২০২৩ বিকাল ০৫:০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ online-এ আবেদনপত্র submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

(খ) online-এ আবেদনপত্রে প্রার্থী তাঁর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ ×প্রস্ত ৮০ pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ, সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ KB হতে হবে।

(গ) online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু online-এ আবেদনপত্র submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

(ঘ) প্রার্থী online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

(ঙ) SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান : online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র submit করা সম্পন্ন প্রার্থী একটি user ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। উক্ত Applicant's copy প্রার্থী download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে আবেদন ফি বাবদ ১ থেকে ১০ ক্রমিক নম্বরের জন্য আবেদন ফি বাবদ ৬০০/- (ছয়শত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৩৬ (ছয়ত্রিশ) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ৬৩৬ (ছয়শত ছয়ত্রিশ) টাকা, ১১ থেকে ১৪ ক্রমিক নম্বরের জন্য আবেদন ফি বাবদ ৫০০/- (পাঁচশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৩০ (ত্রিশ) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ৫৩০ (পাঁচশত ত্রিশ) টাকা, ১৫ থেকে ১৭ ক্রমিক নম্বরের জন্য আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১৮ (আঠার) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ৩১৮ (তিনশত আঠার) টাকা ও ১৮ থেকে ২১ ক্রমিক নম্বরের জন্য আবেদন ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২ (বার) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ২১২ (দুইশত বার ) টাকা Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না”।


islamicfoundation <space> User ID লিখে send করতে হবে 16222 নম্বরে।

Example: islamicfoundation ABCDEF

Reply: Applicant's Name, TK-636 / 530 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type islamicfoundation <Space> Yes <space> PIN and send to 16222.


islamicfoundation <space> Yes <space> PIN লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।

Example: islamicfoundation Yes 12345678

Reply: Congratulations Applicant's Name, Payment completed successfully for islamicfoundation Application for (post name) User ID is (ABCDEF) and password (xxxxxxxx).


(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://islamicfoundation.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় ।

(ছ) SMS এ প্রেরিত User ID এবং password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/পকন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

(জ) শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতেপারবেন।


(i) User ID জানা থাকলে:

islamicfoundation <space>Help<space> User space>User ID & Send to 16222. Example: islamicfoundation Help User ABCDEF

(ii) PIN Number জানা থাকলে:

islamicfoundation <space>Help<space>PIN<space>PIN Number & Send to 16222. Example: islamicfoundation Help PIN 12345678


(ঝ) ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইট www.islamicfoundation.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.islamicfoundation.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।

(ঞ) অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd বা info@islamicfoundation.gov.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/ মেসেজ এর Subject-এ Organization Name: islamicfoundation Post Name: * * *, Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।

(ট) ডিক্লারেশন : প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

10. Online-এ আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।


মোঃ মুনিম হাসান

হাপরিচালক (অতিরিক্ত সচিব)

ইসলামিক ফাউন্ডেশন

*See the Vacancy Announcement/ Recruitment Circular Below. 

Application Deadline: 

  16 February 2023

==================

Circular Published in National Dailies


=== 

ইংরেজিতে প্রকাশিত জব সার্কুলার দেখতে 
*Click the link below to see the recent job circular published in ENGLISH LANGUAGE in National Dailies (OR Job Circular Source):






Post a Comment

0 Comments