ফোন: ৮৮০-৫৩১-৬১৩৫৫, ফ্যাক্স: ৮৮০-৫৩১-৬১৩১১,
Circular: 18-01-2023
=============
স্মারক নং- হাবিপ্রবি/সংস্থা/নি- ১০/২০০৬ (অংশ-১)/৬৬৩২
Job Circular/ Career Opportunity
নিয়োগ বিজ্ঞপ্তি
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিম্নোক্ত শূণ্য পদসমূহ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
01. পদের নাম, গ্রেড, বেতনস্কেল ও পদসংখ্যা
কর্মচারী: ১) গাড়ীচালক, গ্রেড-১৫ (৯৭০০-২৩৪৯০) - ৭টি)
পদের নাম শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়স
ক) কমপক্ষে এস.এস.সি. পাশ হতে হবে।
খ) বিভিন্ন প্রকার মোটরযান চালানোর ৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতাসহ হেভী/হালকা ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে।
গ) বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
02. পদের নাম, গ্রেড, বেতনস্কেল ও পদসংখ্যা
কর্মচারী: ২) বাস হেলপার, গ্রেড-১৮ (৮৮০০-২১৩১০)- ৫টি
পদের নাম শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়স
ক) এস.এস.সি. পাশসহ সংশ্লিষ্ট বিষয়ে ৩(তিন) বছরের অভিজ্ঞতা
থাকতে হবে।
খ) বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
NB:
বিজ্ঞাপিত পদসমূহের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স, শর্তাবলী এবং আবেদনপত্রের নির্ধারিত ফরম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.hstu.ac.bd) হতে সংগ্রহ করা যাবে। আবেদনপত্র আগামী ১৭/০২/২০২৩ খ্রি. তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে অবশ্যই ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে /ব্যক্তিগত ভাবে নিম্ন স্বাক্ষরকারীর দপ্তরে পৌঁছাতে/জমা দিতে হবে।
ভাইস-চ্যান্সেলর মহোদয়ের অনুমোদনক্রমে
✓
স্বাক্ষরিত/-
রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব)
হাবিপ্রবি, দিনাজপুর।
Application Deadline:
17 February 2023
==================
===
0 Comments