Human Resources Department-1 (Recruitment and Outsourcing Wing) Head office, Motijheel, Dhaka. ***
দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ
হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১
(রিক্রুটমেন্ট এন্ড আউটসোর্সিং উইং)
প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা ।
Circular: 16-01-2023
=============
তারিখ: ২৭ পৌষ, ১৪২৯/ ১১ জানুয়ারি, ২০২৩
Job Circular/ Career Opportunity
নিয়োগ বিজ্ঞপ্তি
দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ, গাজীপুর এ নিন্মোক্ত পদসমূহে নির্ধারিত বেতনস্কেল এবং প্রচলিত বিধি অনুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধাদিতে অস্থায়ীভাবে নিয়োগ/প্যানেল প্রস্তুতির নিমিত্তে বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে Online এ দরখাস্ত আহবান করা যাচ্ছে। উক্ত পদসমূহে আবেদনের জন্য আবশ্যকীয় শিক্ষাগত যোগ্যতা, বেতনস্কেল, বয়স ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি নিয়ে প্রদত্ত হলো:
পদের নাম + পদের সংখ্যা + গ্রেড ও বেতনস্কেল + ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা
01. সহকারী ব্যবস্থাপক (পরিকল্পনা)- 01
*৯ম গ্রেড, ২২০০০- ৫৩০৬০/-
*যন্ত্রকৌশল/শিল্প উৎপাদন বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী। সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণিসহ যেকোন ২টিতে ১ম বিভাগ/শ্রেণি থাকতে হবে।
02. সহকারী ব্যবস্থাপক (উৎপাদন নিয়ন্ত্রণ)- 01
*৯ম গ্রেড, ২২০০০- ৫৩০৬০/-
*স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোন বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রী। সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণিসহ যেকোন ২টিতে ১ম বিভাগ/শ্রেণি থাকতে হবে।
03. কারিগরী কর্মকর্তা (গবেষণা ও মান নিয়ন্ত্রণ)- 01
*৯ম গ্রেড, ২২০০০- ৫৩০৬০/-
*স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/রসায়ন/ফলিত রসায়নে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রী। সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ / শ্রেণিসহ যেকোন ২টিতে ১ম বিভাগ/শ্রেণি থাকতে হবে।
04. অফিসার (উৎপাদন)- 03
*১০তম গ্রেড, ১৬০০০- ৩৮৬৪০/-
*বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ডের অধীনে স্বীকৃত কোন প্রতিষ্ঠান হতে যন্ত্রকৌশল/তড়িৎকৌশল/শিল্প উৎপাদন বিষয়ে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রী। অথবা ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন গ্রাফিক আর্টস/প্রিন্টিং টেকনোলজি ডিগ্রীসহ সরকার অনুমোদিত মুদ্রণ শিল্পে ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণিসহ যেকোন ১টিতে ১ম বিভাগ/শ্রেণি থাকতে হবে।
05. সহকারী কারিগরী কর্মকর্তা (গবেষণা ও মান নিয়ন্ত্রণ)- 01
*১০তম গ্রেড, ১৬০০০- ৩৮৬৪০/-
*স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন/ফলিত রসায়নে স্নাতক ডিগ্রী। সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণিসহ যেকোন ২টিতে ১ম বিভাগ/শ্রেণি থাকতে হবে।
অথবা
বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ডের অধীনে স্বীকৃত কোন প্রতিষ্ঠান হতে কেমিকৌশল বিষয়ে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থাকতে হবে। সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণিসহ যেকোন ১টিতে ১ম বিভাগ/শ্রেণি থাকতে হবে।
06. অফিসার (অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ)/ অফিসার (উৎপাদন নিয়ন্ত্রণ)- 02
*১০তম গ্রেড, ১৬০০০- ৩৮৬৪০/-
*স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোন বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে। সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণিসহ যেকোন ২টিতে ১ম বিভাগ/শ্রেণি থাকতে হবে।
07. ইমাম (পুরুষ)- 01
*১০তম গ্রেড, ১৬০০০- ৩৮৬৪০/-
*কামিল বা দাওরায়ে হাদিস পাশ। কোরানে হাফেজ/মোফাচ্ছির/মুফতি হলে অগ্রাধিকার দেয়া হবে।
08. ভল্ট সহকারী (পুরুষ)- 05
*১৬তম গ্রেড, ৯৩০০- ২২৪৯০/-
*সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগসহ এইচএসসি/সমমানের শিক্ষাগত যোগ্যতা।
09. প্রোডাকশন চেকার/ ইন্টারনাল চেকার (পুরুষ)- 05
*১৬তম গ্রেড, ৯৩০০- ২২৪৯০/-
*সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগসহ এইচএসসি/সমমানের শিক্ষাগত যোগ্যতা।
10. সহকারী- 06
*১৬তম গ্রেড, ৯৩০০- ২২৪৯০/-
*সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগসহ এইচএসসি/সমমানের শিক্ষাগত যোগ্যতা।
11. নিরাপত্তা সহকারী (পুরুষ)- 04
*১৬তম গ্রেড, ৯৩০০- ২২৪৯০/-
*সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগসহ এইচএসসি/সমমানের শিক্ষাগত যোগ্যতা। প্রতিরক্ষা/পুলিশ বাহিনীর নায়েক/সমমানের পদ হতে অবসরপ্রাপ্তদের অগ্রাধিকার প্রদান করা হবে। শারীরিক উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি।
12. পরীক্ষক- 22
*১৬তম গ্রেড, ৯৩০০- ২২৪৯০/-
*সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগসহ এইচএসসি/সমমানের শিক্ষাগত যোগ্যতা।
13. গাড়ী চালক (পুরুষ)- 04
*১৬তম গ্রেড, ৯৩০০- ২২৪৯০/-
*ন্যূনতম এসএসসি বা সমমান পাশসহ ভারী যানবাহন চালনায় লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
14. ফর্ক লিফট অপারেটর (পুরুষ)- 02
*১৬তম গ্রেড, ৯৩০০- ২২৪৯০/-
*এসএসসি/সমমান পাশ। ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
15. পাঁচক (পুরুষ)- 01
*২০তম গ্রেড, ৮২৫০- ২০০১০/-
*অষ্টম শ্রেণি পাশসহ খ্যাতনামা হোটেলে পাঁচক হিসেবে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা এবং দেশি ও বিদেশি রান্নায় পারদর্শী হতে হবে।
16. নিরাপত্তা প্রহরী (পুরুষ)- 05
*২০তম গ্রেড, ৮২৫০- ২০০১০/-
*ন্যূনতম ২য় বিভাগে এসএসসি/সমমানের পাশ হতে হবে। শারীরিক উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি।
17. খাদেম (পুরুষ)- 01
*২০তম গ্রেড, ৮২৫০- ২০০১০/-
*ন্যূনতম দাখিল পাশ।01. ০৭, ১৩, ১৪, ১৫ এবং ১৭ নং ক্রমিকে বর্ণিত পদসমূহ ব্যতীত অবশিষ্ট সকল পদের ক্ষেত্রে শিক্ষা জীবনের কোন পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবেনা।
02. (ক) শিক্ষা মন্ত্রণালয়ের ০২/০৩/২০১০ তারিখের প্রজ্ঞাপন নং শিম/শাঃ ১১/১৯ -১/২০০৭/১৭৪ অনুযায়ী এস.এস.সি বা সমমান এবং এইচ.এস.সি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে বর্তমানে প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত, সিজিপিএ-এর বিপরীতে পূর্বের ১ম, ২য় ও ৩য় বিভাগ/শ্রেণি নিম্নরূপে নির্ধারিত হবে:
৫.০০ পয়েন্ট স্কেলে – সমতুল্য শ্রেণি/বিভাগ
জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব – প্রথম শ্রেণি/বিভাগ
জিপিএ ২.০০ থেকে ৩.০০ এর কম – দ্বিতীয় শ্রেণি/বিভাগ
জিপিএ ১.০০ থেকে ২.০০ এর কম – তৃতীয় শ্রেণি/বিভাগ
(খ) শিক্ষা মন্ত্রণালয়ের ০২/০৬/২০০৯ তারিখের প্রজ্ঞাপন নং শিম/শাঃ১১/৫-১(অংশ)/৫৮২ অনুযায়ী অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ-এর ক্ষেত্রে বর্তমানে প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত, সিজিপিএ এর বিপরীতে পূর্বের ১ম, ২য় ও ৩য় বিভাগ/শ্রেণি নিম্নরূপে নির্ধারিত হবে:
(৪.০০ পয়েন্ট স্কেলে) ৩.০০ বা তদূর্ধ্ব – প্রথম শ্রেণি/বিভাগ
(৫.০০ পয়েন্ট স্কেলে) ৩.৭৫ বা তদূর্ধ্ব – প্রথম শ্রেণি/বিভাগ
(৪.০০ পয়েন্ট স্কেলে) ২.২৫ বা তদূর্ধ্ব কিন্তু ৩.০০ এর কম – দ্বিতীয় শ্রেণি/বিভাগ
(৫.০০ পয়েন্ট স্কেলে) ২.৮১৩ বা তদূর্ধ্ব কিন্তু ৩.৭৫ এর কম – দ্বিতীয় শ্রেণি/বিভাগ
(৪.০০ পয়েন্ট স্কেলে) ১.৬৫ বা তদূর্ধ্ব কিন্তু ২.২৫ এর কম – তৃতীয় শ্রেণি/বিভাগ
(৫.০০ পয়েন্ট স্কেলে) ২.০৬৩ বা তদূর্ধ্ব কিন্তু ২.৮১৩ এর কম – তৃতীয় শ্রেণি/বিভাগ
03. বয়স (২৫/০৩/২০২০ তারিখে):
ক) মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থী ব্যতীত সকল প্রার্থীদের ক্ষেত্রে বয়স:
১) ৯ম ও ১০ম গ্রেডভুক্ত পদসমূহের জন্য ২১ হতে ৩০ বছর।
২) ১৬তম ও ২০তম গ্রেডভুক্ত পদসমূহের জন্য ১৮ হতে ৩০ বছর।
খ) মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স:
১) ৯ম ও ১০ম গ্রেডভুক্ত পদসমূহের জন্য ২১ হতে ৩২ বছর।
২) ১৬তম ও ২০তম গ্রেডভুক্ত পদসমূহের জন্য ১৮ হতে ৩২ বছর।
গ) বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স শিথিলযোগ্য।
ঘ) 'নিরাপত্তা সহকারী (পুরুষ)' পদে প্রতিরক্ষা/পুলিশ বাহিনীর অবসর প্রাপ্তদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৪৫ বছর।
ঙ) 'নিরাপত্তা প্রহরী (পুরুষ)' পদে প্রতিরক্ষা/পুলিশ/অবসরপ্রাপ্ত সৈনিক বা ব্যাটেলিয়ন আনসার বাহিনীর অবসর প্রাপ্তদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৪৫ বছর।
04. ৮ ও ৯ নং ক্রমিকে বর্ণিত 'ভল্ট সহকারী(পুরুষ)' ও 'প্রোডাকশন চেকার/ ইন্টারনাল চেকার (পুরুষ)' পদ দুইটির ক্ষেত্রে একটি আবেদনের মাধ্যমে পছন্দক্রম নির্ধারণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ দুটি পদের ক্ষেত্রে Online আবেদনে প্রার্থীগণকে উল্লিখিত পদদ্বয় বিবেচনায় নিয়ে পদ পছন্দের ক্রম নির্ধারণ করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে সরকারি কোটাবিধি, তাদের অর্জিত মেধাক্রম এবং online আবেদনে উল্লেখিত পছন্দক্রম অনুসারে সংশ্লিষ্ট পদে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। আবেদন দাখিলের পর আবেদনকৃত পদ পছন্দক্রম কোন অবস্থাতেই পরিবর্তনযোগ্য নয়। উক্ত পদ ০২টির জন্য আলাদাভাবে আবেদন করার প্রয়োজন নেই।
05. যে সকল পদের ক্ষেত্রে প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ডিগ্রী চাওয়া হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে অতিরিক্ত/ উচ্চতর ডিগ্রী থাকলেও বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ডের অধীনে স্বীকৃত কোন প্রতিষ্ঠান হতে আবশ্যিকভাবে ০৪ বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রী থাকতে হবে। ডিপ্লোমা ডিগ্রী অর্জন ব্যতিরেকে সংশ্লিষ্ট বিষয়ে অতিরিক্ত/ উচ্চতর ডিগ্রী গ্রহণযোগ্য হবে না।
06. আগ্রহী প্রার্থীদেরকে 05/02/2013 তারিখের মধ্যে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd)-এ Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। Online Application Form-এ পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত পরীক্ষার ফলাফলের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে। ৯ম ও ১০ম গ্রেডভুক্ত পদসমূহের ক্ষেত্রে ০৫/০২/২০২৩ তারিখ বা তৎপূর্বে যাদের স্নাতকোত্তর ডিগ্রী অথবা ০৪ (চার) বছর মেয়াদী স্নাতক ডিগ্রীর ফলাফল প্রকাশিত হবে/হয়েছে শুধুমাত্র তারা আবেদনের যোগ্য হবেন।
07. আবেদন করার সময় Application Form পূরণ করার নিয়ম ও অন্যান্য শর্তাবলী (erecruitment.bb.org.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।
08. যাদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd)-এ CV রয়েছে, তারা তাদের উক্ত CV - এর মাধ্যমেই আবেদন করবেন। প্রার্থীর নাম ও পিতার নাম এস.এস.সি/সমমানের সনদে যেভাবে লেখা আছে অনলাইন আবেদনপত্রে হুবহু সেভাবে লিখতে হবে। নাম, পিতা/মাতার নাম, শিক্ষাগত যোগ্যতা, ১১ ডিজিটের মোবাইল নম্বর, ঠিকানা ইত্যাদি সংক্রান্ত তথ্যে অসামঞ্জস্য/ভুল থাকলে প্রার্থীরা আবেদনের সময় নিজ উদ্যোগে সংশোধন/আপডেট করে নিবেন। তবে, যাদের CV নেই তারা ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী অনলাইন আবেদনের ক্ষেত্রে নতুন CV তৈরি করবেন এবং নির্ধারিত স্থানে স্বাক্ষর ও সদ্য তোলা Formal রঙিন ছবি ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা মোতাবেক আপলোড করবেন। স্বাক্ষর এবং ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে। স্বাক্ষর এবং ছবি আপলোডে ত্রুটি বিচ্যুতির বিষয়ে সাবধানতা অবলম্বনের পরামর্শ প্রদান করা হলো। আবেদনপত্রের তথ্যে অসামঞ্জস্য/ভুল থাকলে সংশোধনের সুযোগ থাকবে না এবং কোন প্রকার যোগাযোগ ব্যতিরেকেই প্রার্থিতা বাতিল করা হবে।
09. অনলাইনে আবেদন করার পর CV Identification Number, Tracking Number ও Password যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা এবং পরবর্তী বিভিন্ন কাজে বর্ণিত তথ্যসমূহ প্রয়োজন হবে।
10. আলোচ্য পদসমূহে আবেদনের ক্ষেত্রে কোন আবেদন ফি প্রদান করতে হবে না।
11. পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আবেদন যাচাই বাছাই শেষে যোগ্য প্রার্থীদের উক্ত বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময়সীমার মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করার সুযোগ দেওয়া হবে। যারা উল্লেখিত সময়সীমার মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করবেন শুধু তারাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। নির্ধারিত সময়সীমার পর প্রবেশপত্র ডাউনলোডের কোন সুযোগ থাকবেনা।
12. প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে আবেদনে প্রদত্ত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় দলিলাদিসহ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য উপস্থিত থাকতে হবে। দাখিলকৃত দলিলাদির সঠিকতা যাচাই সাপেক্ষে তাদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
13. চাকুরিরত প্রার্থীগণ তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমোদনক্রমে আবেদন করতে পারবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র মৌখিক পরীক্ষার বোর্ডে দাখিল করতে হবে। অন্যথায় প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।
14. আবেদনে প্রদত্ত স্থায়ী ঠিকানার সপক্ষে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র/ পৌরসভার মেয়র/ কাউন্সিলর/ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীগণ স্থায়ী ঠিকানা হিসেবে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করেন সেক্ষেত্রে উক্ত স্থায়ী ঠিকানার সপক্ষে সনদ জমা দিতে হবে।
15. ৯ম ও ১০ম গ্রেডভুক্ত পদসমূহের ক্ষেত্রে সকল জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
16. ১৬তম গ্রেডের পদসমূহে মুক্তিযোদ্ধার সন্তান/নাতি/নাতনি এবং এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সকল জেলার স্থায়ী বাসিন্দা এবং এতদ্ব্যতীত জেলা কোটার অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, মেহেরপুর, বরিশাল, ভোলা, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
17. ২০তম গ্রেডের পদসমূহে মুক্তিযোদ্ধার সন্তান/নাতি/নাতনি এবং এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সকল জেলার স্থায়ী বাসিন্দা এবং এতদ্ব্যতীত জেলা কোটার অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, মাগুরা, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠী, বরগুনা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
18. পদের সংখ্যা কম/বেশী হতে পারে।
19. নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হবে।
20. কর্তৃপক্ষ প্রয়োজনে এই বিজ্ঞপ্তির কার্যক্রম যেকোন পর্যায়ে সংশোধন/স্থগিত/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
21. কোন ক্ষেত্রে কাগজপত্রাদির ঘাটতি থাকলে বা পরবর্তীতে কোন প্রার্থীর যোগ্যতার ঘাটতি পাওয়া গেলে বা দুর্নীতি, অসত্য তথ্য প্রদান, কোন জাল সনদ দাখিল, অসদুপায় অবলম্বন, প্রতারণার আশ্রয় নিলে বা আবেদনপত্রে গুরুতর (Substantive) ত্রুটি বা ঘাটতি দেখা গেলে বা প্রদত্ত তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়োগ প্রক্রিয়ার যেকোন পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।
22. দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লি: প্রার্থীদের নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে।
স্বাক্ষরিত/-
(মোঃ গোলাম মোস্তফা)
পরিচালক (এইচআরডি-১)
ব্যাংকিং ও আর্থিক সেবা পেতে হয়রানির শিকার হলে কিংবা
কোনো অভিযোগ থাকলে ১৬২৩৬ নম্বরে ফোন করুন।
Application Deadline:
January 2023
==================
===
0 Comments