Kabi Nazrul Institute কবি নজরুল ইনস্টিটিউট: প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি Admission Notice

Kabi Nazrul Institute কবি নজরুল ইনস্টিটিউট: প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি Admission Notice

Kabi Nazrul Institute

কবি নজরুল ইনস্টিটিউট

কবি ভবন

ভাষা সৈনিক বিচারপতি আবদুর রহমান চৌধুরী সড়ক

বাড়ি: ৩৩০-বি, রোড ২৮ (পুরাতন), ধানমণ্ডি আবাসিক এলাকা, ঢাকা ১২০৯

ফোন: ০২-৪৮১১৮৪৬০, ওয়েব সাইট: www.nazrulinstitute.gov.bd

Circular: 23-12-2022

সংগীত, আবৃত্তি ও নৃত্য প্রশিক্ষণ কোর্সে
ভর্তি বিজ্ঞপ্তি
***
Memo/ Ref No:  
Date: 23-December-2022 (Published)

ভর্তি বিজ্ঞপ্তি Admission Circular

কবি নজরুল ইনস্টিটিউট


কোর্স সমূহ:

১. শিশু শাখা। প্রাথমিক সংগীত কোর্স ২০২৩। বয়স: ৬ থেকে ১০ বছর। এক বছর মেয়াদি।
২. শিশু-কিশোর শাখা। প্রাথমিক সংগীত কোর্স ২০২৩। বয়স: ১০+ থেকে ১৪ বছর। এক বছর মেয়াদি।
৩. শিশু-কিশোর শাখা। মাধ্যমিক সংগীত কোর্স ২০২৩। বয়স: ১১ থেকে ১৪ বছর। এক বছর মেয়াদি।
৪. তরুণদের প্রাথমিক সংগীত কোর্স ২০২৩। বয়স: ১৫ থেকে ২২ বছর। এক বছর মেয়াদি।
৫. তরুণদের মাধ্যমিক সংগীত কোর্স ২০২৩। বয়স: ১৬ থেকে ২৫ বছর। এক বছর মেয়াদি।
৬. উচ্চতর নজরুল-সংগীত কোর্স ২০২৩। বয়স: ২০ হতে তদুর্ধ । এক বছর মেয়াদি।
৭. উচ্চতর নজরুল সংগীত বিশেষ ডিপ্লোমা কোর্স। দুই বছর মেয়াদি। বয়স: ২৫ থেকে তদুর্ধ ।
৮. উচ্চাঙ্গ সংগীত কোর্স ২০২৩। এক বছর মেয়াদি।
৯. শিশু-শাখা: প্রাথমিক নৃত্য কোর্স (কত্থক) ২০২৩। এক বছর মেয়াদি। বয়স: ৬ থেকে ১০ বছর।
১০. কিশোর-তরুণ: মাধ্যমিক নৃত্য কোর্স (কত্থক) ২০২৩। এক বছর মেয়াদি। বয়স: ১০+ থেকে ২০ বছর।
১১. শিশু-শাখা: প্রাথমিক নৃত্য কোর্স (মণিপুরী) ২০২৩। এক বছর মেয়াদি। বয়স: ৬ থেকে ১০ বছর।
১২. কিশোর তরুণ: মাধ্যমিক নৃত্য কোর্স (মণিপুরী) ২০২৩। বয়স: ১০+ থেকে ২০ বছর। এক বছর মেয়াদি ।
১৩. শিশু শাখা: প্রাথমিক আবৃত্তি কোর্স ২০২৩। বয়স : ৬ থেকে ১২ বছর। এক বছর মেয়াদি।
১৪. কিশোর তরুণ: মাধ্যমিক আবৃত্তি কোর্স। বয়স: ১৩ থেকে ২৫ বছর। এক বছর মেয়াদি ।


নিয়মাবলী:

• সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জন্ম নিবন্ধন সনদ/এন.আই.ডি ফটোকপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।


• ৪ থেকে ৭ এবং ১০ ও ১২ ক্রমিকের কোর্স সমূহের জন্য বাছাই পরীক্ষা দিতে হবে। অন্যান্য ক্ষেত্রে সরাসরি ভর্তি হওয়া যাবে। আসন সংখ্যা সীমিত।


• ফরম ডাউনলোড ও ভর্তি সংক্রান্ত তথ্য ওয়েব সাইট (www.nazrulinstitute.gov.bd) থেকে পাওয়া যাবে।


• তরুণদের প্রাথমিক সংগীত কোর্স থেকে উচ্চতর ও ডিপ্লোমা কোর্সের ছাত্র-ছাত্রীগণ সপ্তাহে একটি উচ্চাঙ্গ সংগীতের ফ্রি ক্লাস করতে পারবেন।


• আবেদনপত্র সংগ্রহ ও জমাদানের শেষ তারিখ: ৩ জানুয়ারি ২০২৩ রবিবার।


• ক্রমিক ৪ ও ৫-এর বাছাই পরীক্ষা ৪ জানুয়ারি ২০২৩ বুধবার ২-৩০ মিনিটে।


• ক্রমিক ৬-এর বাছাই পরীক্ষা ৫ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার ২-৩০ মিনিটে।


• ক্রমিক ১০ ও ১২-এর বাছাই পরীক্ষা ৬ জানুয়ারি ২০২৩ শুক্রবার সকাল ১০টায়।


• ক্রমিক ৭-এর বাছাই পরীক্ষা ৯ জানুয়ারি ২০২৩ রবিবার বিকাল ২.৩০ মিনিটে।


===

• ভর্তি ও ক্লাস শুরু: ১৫ জানুয়ারি ২০২৩ রবিবার ।

• কোর্স ফি: বার্ষিক ২,৫০০ (দুই হাজার পাঁচশত) টাকা।

• কোর্সের মেয়াদ: জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত।

• আবেদনপত্র সমূহ গবেষণা ও প্রকাশনা শাখায় জমা দিতে হবে।



(মো. রবিউল ইসলাম)

সহকারী পরিচালক (গবেষণা ও প্রকাশনা)

কবি নজরুল ইনস্টিটিউট, ঢাকা


-----------
*See the Vacancy Announcement/ Job Circular Below. 

Application Deadline: 

  03 January 2023

==================

Circular Published in National Dailies (*23-December-2022)


=== 



Post a Comment

0 Comments