Dhaka Water Supply and Sewerage Authority DWASA ঢাকা পানি সরবরাহ ও পয়ঃ নিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াসা: নিয়োগ বিজ্ঞপ্তি

Dhaka Water Supply and Sewerage Authority DWASA ঢাকা পানি সরবরাহ ও পয়ঃ নিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াসা: নিয়োগ বিজ্ঞপ্তি

Dhaka Water Supply and Sewerage Authority DWASA
Dhaka Water Supply and Sewerage Authority DWASA
ঢাকা পানি সরবরাহ ও পয়ঃ নিষ্কাশন কর্তৃপক্ষ 
ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়
ওয়াসা ভবন
৯৮, কাজী নজরুল ইসলাম এভিনিউ, 
কাওরান বাজার, ঢাকা-১২১৫।
Website: www.dwasa.org.bd
Circular- 01: 28-12-2022

=============

Memo/ Ref No:  স্মারক নং- 46.113.208.00.13.081.2022-2603/তারিখঃ ২৬/১২/২০২২
Date: 28-December-2022 (Published)

Job Circular/ Career Opportunity

নিয়োগ বিজ্ঞপ্তি

Dhaka Water Supply and Sewerage Authority DWASA
*The firm will fill its following vacant posts urgently.
**ঢাকা ওয়াসা- র নিম্নবর্ণিত সরাসরি নিয়োগযোগ্য শূণ্য পদে উপযুক্ত প্রার্থী নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহবান করা যাচ্ছে:
Position & No. of Vacancies

ক্রঃ নং/ পদের নাম – 

০১. সিষ্টেম ম্যানেজার


শূণ্য পদের সংখ্যা – 

০১ (এক) টি


বেতনস্কেল (২০১৫ অনুযায়ী) – 

৫৬,৫০০-৭৪,৪০০/- 


২২/০১/২০২৩ তারিখে বয়স –

নূন্যতম ৪৫ বছর থেকে ৫৫ বৎসর এর মধ্যে।


শিক্ষাগত যোগ্যতা
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়ন্স/কম্পিউটার সায়ন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রীসহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রী;
(খ) কোনো সরকারি/স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত/ সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র সিষ্টেম এনালিষ্ট/সিনিয়র রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসাবে অন্যূন ০৪ (চার বৎসরের চাকুরী; অথবা, প্রাইভেট সেক্টরে সমজাতীয় (সিনিয়র সিষ্টেম এনালিষ্ট/সিনিয়র রক্ষণাবেক্ষণ প্রকৌশলী) কাজে কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতা থাকিতে হইবে;
(গ) আন্তর্জাতিকভাবে স্বীকৃত জার্নালে কমপক্ষে ২টি প্রকাশনা থাকিতে হইবে;
(ঘ) পিএইচডি ডিগ্রি বিশেষ যোগতা হিসাবে বিবেচিত হইবে; এবং
(ঙ) সংশ্লিষ্ট সেক্টরে স্বীকৃত কোন উদ্ভাবন বিশেষ যোগ্যতা হিসাবে বিবেচিত হইবে।

সাধারণ প্রয়োজনীয় তথ্যাবলী:

০১। দরখাস্ত গ্রহণের শেষ তারিখ ২২/০১/২০২৩।

০২। প্রার্থীদের বয়সসীমা নূন্যতম ৪৫ থেকে ৫৫ বছর হতে হবে।

০৩। উল্লেখিত যোগ্যতাসম্পন্ন বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য হবে।

০৪। চাকুরীরত প্রার্থীদেরকে স্ব স্ব নিয়োগ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত প্রেরণ করতে হবে।

০৫। আগ্রহী প্রার্থীদেরকে ঢাকা ওয়াসার ওয়েব সাইট www.dwasa.org.bd এ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নির্ধারিত তারিখের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবেনা ।

০৬। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ছকে জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি, সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের রঙিন ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপিসহ আগামী ২২/০১/২০২৩ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

০৭। প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট প্রদর্শন করতে হবে।

০৮। প্রার্থীকে অনলাইনের মাধ্যমে ৫০০/- টাকা ঢাকা ওয়াসার অনুকূলে প্রেরণ করতে হবে (অনলাইনে প্রদর্শিত নির্দেশনা অনুযায়ী)। 

০৯। নিয়োগ সংক্রান্ত সকল ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন এবং এ নিয়োগ বিজ্ঞপ্তি যে কোন সময় আংশিক বা সম্পূর্ণ বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। কর্তৃপক্ষ প্রয়োজনে পদ সংখ্যা কম বা বেশী করতে পারেন।


স্বাক্ষরিত/- 

সচিব, ঢাকা ওয়াসা


Eligible and interested candidates are invited to apply on mentioned criteria basis for the following posts to join a winning team. Who are ready and fit for the following post can apply within stated date.
-----------
*See the Vacancy Announcement/ Recruitment Circular Below. 

Application Deadline: 

  22 January 2023

==================

Circular Published in National Dailies (*28-December-2022)


=== Web Details Circular- 01


***

Circular- 02: 28-12-2022

=============

Memo/ Ref No:  স্মারক নং- 46.113.208.00.13.017.2022-2604/তারিখঃ ২৬/১২/২০২২
Date: 28-December-2022 (Published)

Job Circular/ Career Opportunity

পুন: নিয়োগ বিজ্ঞপ্তি

Dhaka Water Supply and Sewerage Authority DWASA
*The firm will fill its following vacant posts urgently.
**ঢাকা ওয়াসা- র নিম্নবর্ণিত সরাসরি নিয়োগযোগ্য শূণ্য পদে উপযুক্ত প্রার্থী নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহবান করা যাচ্ছে:
Position & No. of Vacancies
ক্রঃ নং/ পদের নাম – 

০১. স্বাস্থ্য কর্মকর্তা


শূণ্য পদের সংখ্যা – 

০১ (এক) টি


বেতনস্কেল (২০১৫ অনুযায়ী) – 
২২০০০-৫৩০৬০/- 

২২/০১/২০২৩ তারিখে বয়স –
অনুর্ধ্ব ৩০ বছর

শিক্ষাগত যোগ্যতা

(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান হইতে অন্যূন এম.বি.বি.এস ডিগ্রীধারী এবং

(খ) ০২ (দুই) বৎসরের প্র্যাকটিসিং অভিজ্ঞতা।


সাধারণ প্রয়োজনীয় তথ্যাবলী:
০১। দরখাস্ত গ্রহণের শেষ তারিখ ২২/০১/২০২৩।
০২। প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৩০ (ত্রিশ) হতে হবে।
০৩। চাকুরীরত প্রার্থীদেরকে স্ব স্ব নিয়োগ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত প্রেরণ করতে হবে।
০৪। আগ্রহী প্রার্থীদেরকে ঢাকা ওয়াসার ওয়েব সাইট www.dwasa.org.bd এ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নির্ধারিত তারিখের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবেনা ।
০৫। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ছকে জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি, সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের রঙিন ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপিসহ আগামী ২২/০১/২০২৩ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
০৬। প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট প্রদর্শন করতে হবে।
০৭। প্রার্থীকে অনলাইনের মাধ্যমে ৫০০/- টাকা ঢাকা ওয়াসার অনুকূলে প্রেরণ করতে হবে (অনলাইনে প্রদর্শিত নির্দেশনা অনুযায়ী)। 
০৮। নিয়োগ সংক্রান্ত সকল ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন এবং এ নিয়োগ বিজ্ঞপ্তি যে কোন সময় আংশিক বা সম্পূর্ণ বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। কর্তৃপক্ষ প্রয়োজনে পদ সংখ্যা কম বা বেশী করতে পারেন।
০৯। ইতোপূর্বে উল্লেখিত পদে আবেদনকারীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

স্বাক্ষরিত/- 

সচিব, ঢাকা ওয়াসা


 Eligible and interested candidates are invited to apply on mentioned criteria basis for the following posts to join a winning team. Who are ready and fit for the following post can apply within stated date.
-----------
*See the Vacancy Announcement/ Recruitment Circular Below. 

Application Deadline: 

 22 January 2023

==================

Circular Published in web (*28-December-2022)
=== Details Circular- 01


=== 


ইংরেজিতে প্রকাশিত জব সার্কুলার দেখতে 
*Click the link below to see the Recent Job Circular published in ENGLISH LANGUAGE in National Dailies (OR Job Circular Source):






Post a Comment

0 Comments