Dhaka University of Engineering and Technology ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুর: Job Circular নিয়োগ বিজ্ঞপ্তি

Dhaka University of Engineering and Technology ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুর: Job Circular নিয়োগ বিজ্ঞপ্তি

Dhaka University of Engineering and Technology, Gazipur
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর DUET
গাজীপুর- ১৭০৭

Circular: 20-12-2022

=============

স্মারক নং- ঢাপ্রপ্রবি/প্রশা/নিয়োগ-২৩৭/০৩/(খন্ড-৫)/৩৭১৫

তারিখ: ১৯/১২/২০২২ খ্রি:

Date: 20-December-2022 (Published)

Job Circular/ Career Opportunity

নিয়োগ বিজ্ঞপ্তি

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর এর রাজস্ব খাতের নিম্নবর্ণিত শূন্য পদগুলি সম্পূর্ণরূপে অস্থায়ী ভিত্তিতে পূরণের নিমিত্ত নিম্নোক্ত শর্তাধীনে ও নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা অনুযায়ী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাইতেছে।


পদের নাম, বেতন স্কেল ও গ্রেড (জা:বে:স্কে: ২০১৫ অনুযায়ী)

01. অধ্যাপক- 01

মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগ

বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০/- (গ্রেড-৩)


02. সহকারী অধ্যাপক- 01

[সহযোগী অধ্যাপক পদের বিপরীতে]

ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০/- (গ্রেড-৬)


02. সহকারী অধ্যাপক- 01

কেমিক্যাল এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০/- (গ্রেড-৬)


03. সহকারী অধ্যাপক- 01

রসায়ন বিভাগ

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০/- (গ্রেড-৬)


04. প্রভাষক [কেমিক্যাল]- 01

কেমিক্যাল এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)


05. প্রভাষক [লীভ ভ্যাকেন্সী]- 02

গণিত বিভাগ

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)


06. ডেপুটি রেজিস্ট্রার- 01

রেজিস্ট্রার অফিস

বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০/- (গ্রেড-৫)


07. উপ-পরিচালক- 01

(গবেষণা ও সম্প্রসারণ) অফিস

বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০/- (গ্রেড-৫)


08. নির্বাহী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)- 01

প্রকৌশল অফিস

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০/- (গ্রেড-৬)


09. প্রোগ্রামার- 01

[সিস্টেম এনালিস্ট পদের বিপরীতে]

কম্পিউটার সেন্টার

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০/- (গ্রেড-৬)


10. সহকারী পরিচালক- 01

পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)

বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ /- (গ্রেড-৭)


11. সহকারী কম্পিউটার প্রোগ্রামার- 01

আইসিটি সেল

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)


12. হিসাব রক্ষক- 01

কম্পট্রোলার অফিস

বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০/-(গ্রেড-১২ )


13. টেকনিশিয়ান- 01

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০/- (গ্রেড-১৫)


13. টেকনিশিয়ান- 01

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০/- (গ্রেড-১৫)


14. অফিস এসিসটেন্ট কাম কম্পিউটার টাইপিস্ট- 01

শহীদ তাজউদ্দিন আহমেদ হল

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)


15. হেলপার- 02

যানবাহন অফিস

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)


===

ক) আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতা, আবেদনের শর্তাবলী এবং জীবন-বৃত্তান্তের নির্ধারিত ফরমেট অত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.duet.ac.bd হইতে সংগ্রহ করা যাইবে;

খ) আবেদনপত্রের সাথে “ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর” শিরোনামে অগ্রণী ব্যাংক লিমিটেড, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা, গাজীপুর এর অনুকূলে ক্রমিক নং- ০১ হইতে ১১ এ বর্ণিত পদের জন্য ৬০০/- টাকা, ক্রমিক নং- ১২ হইতে ১৪ এ বর্ণিত পদের জন্য ৩০০/- টাকা এবং ক্রমিক নং-১৫ এ বর্ণিত পদের জন্য ১০০/- টাকার পে-অর্ডার/ডিডি দাখিল করিতে হইবে।

গ) আবেদনপত্র আগামী ১২/০১/২০২৩ খ্রি. তারিখ বৃহস্পতিবার অফিস চলাকালীন সময়ে বিকাল ৪:০০ ঘটিকার মধ্যে “রেজিস্ট্রার, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর" এর বরাবরে পৌঁছাইতে হইবে।

ঘ) ক্রমিক নং ১, ২, ৩, ৬, ৭, ৮, ৯ ও ১০ এ বর্ণিত পদের জন্য Online-এ আবেদন পত্র Submit করার পর Generated আবেদন পত্র Print করে সকল সনদপত্র ও অন্যান্য ডকুমেন্ট এর হার্ড কপি রেজিস্ট্রার, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর" এর বরাবর পৌঁছাইতে হইবে এবং ক্রমিক নং ৪, ৫, ১১, ১২, ১৩, ১৪ ও ১৫ এ বর্ণিত পদের জন্য Online এ আবেদন করিতে হইবে। ক্রমিক নং-০১ এ বর্ণিত পদের জন্য ১০ সেট এবং ক্রমিক নং- ২, ৩, ৬, ৭, ৮, ৯ ও ১০ এ বর্ণিত পদের জন্য ০৭ সেট করিয়া পূর্ণাঙ্গ আবেদনপত্রের হার্ড কপি দাখিল করিতে হইবে। বিস্তারিত নির্দেশনা http://www.duet.ac.bd ওয়েবসাইটে প্রদর্শন করা আছে।



(অধ্যাপক ড. হিমাংশু ভৌমিক)

রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব)

ফোন: ৪৯২৭৪০০৩ (অফিস)


*See the Vacancy Announcement/ Job Circular Below. 

Application Deadline: 

  12 January 2023

==================

Circular Published in National Dailies (*20-December-2022)


=== 



Post a Comment

0 Comments