Department of Inspection for Factories and Establishments কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর

Department of Inspection for Factories and Establishments কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর

Ministry of Labor and Employment
Department of Inspection for Factories and Establishments

Department of Inspection for Factories and Establishments dife


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর
১৯৬ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, 
বিজয়নগর, ঢাকা-১০০০. 
Website: www.dife.gov.bd

Job Circular - ৯০ (নব্বই) টি পদ


Circular: 29-12-2022

=============

Memo/ Ref Noস্মারক নম্বর- ৪০.০১.০০০০,১০১,১১,০১২,২২(পার্ট-০৩)–১৬৭৮

তারিখ: ১২ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ/ ২৭/১২/২০২২ খ্রিস্টাব্দ

Date: 29-December-2022 (Published)

Job Circular/ Career Opportunity

৯০ (নব্বই) টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি

 Department of Inspection for Factories and Establishments DIFE
*শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পত্র নং- ৪০.০০,০০০০.০২০.৯৯.০০২.২১-৪৪৬; তারিখ: ২৭-১০-২০২২ এর মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নিম্নবর্ণিত রাজস্বখাতভুক্ত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি নিয়োগের জন্য নিম্নবর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে (http://dife.teletalk.com.bd) এই ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

ক্রঃ নং, পদের নাম, বেতন স্কেল ও গ্রেড

অফিস সহায়ক (গ্রেড-২০) ৮২৫০-২০০১০/-


পদের সংখ্যা

৯০ (নব্বই) টি 


শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

(ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;


যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না:

(ক) গোপালগঞ্জ, চাঁদপুর মাগুরা, নড়াইল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না ।

(খ) তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।


নিম্নবর্ণিত শর্তাবলি আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে:-

১। ২৫-০৩-২০২০ খ্রিঃ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের প্রার্থীর বয়সসীমা ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এভিডেভিট গ্রহণযোগ্য নয়

২। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৩। জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণের সনদ হিসাবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন এর যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে।

৪।সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাষিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে; মৌখিক পরীক্ষার সময় এ ধরনের চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র দাখিল করতে হবে।

৫। প্রার্থীকে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান সম্পর্কিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। মৌখিক পরীক্ষার সময় পূরণকৃত আবেদনসহ সকল প্রকার সনদের মূলকপি প্রদর্শন করতে হবে এবং সনদসমূহের ফটোকপি জমা দিতে হবে। ভুল তথ্য/জাল কাগজপত্ৰ প্ৰদৰ্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থীতা সরাসরি বাতিল করা হবে।

৬। পরীক্ষার ফি এবং অনলাইন ফি বাবদ ১১২/- (একশত বারো) টাকা http://dife.teletalk.com.bd ওয়েবসাইট অনুসরণে প্রদান করতে হবে। পরীক্ষা ফি প্রদানের পর দাখিলকৃত আবেদন আর সংশোধন করা যাবে না।

==

১৩। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলি
(ক) চাকরি প্রার্থীগণকে বা পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://dife.teletalk.com.bd এই ওয়েব সাইটে আবেদন পত্র পূরণ করবেন।
আবেদনের সময় সীমা নিম্নরূপঃ
(i) Online-এ আবেদন পত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখঃ ২৯-১২-২০২২ খ্রিঃ।
(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ১৮-০১-২০২৩ খ্রিঃ।

==

**শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া যাচ্ছে।


(মো: বুলবুল আহমেদ) 

যুগ্মমহাপরিদর্শক (প্রশাসন অধিশাখা)

সদস্য সচিব “বাছাই ও পদোন্নতি কমিটি” 

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর

-----------
Website: www.dife.gov.bd
*See the Vacancy Announcement/ Recruitment Circular Below. 

Application Deadline: 

  18 January 2023

==================


প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন/ Correction:
তারিখ: ২৯-১২-২০২২ খ্রিস্টাব্দ

প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ০১নং ক্রমিক শর্তাবলী নিম্নরূপ সংশোধন করা হলো।

১। আবেদনকারীর বয়স ২৮-১২-২০২২ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং ২৫-০৩-২০২০ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর হলে আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা অথবা শারীরিক প্রতিবন্ধীদের প্রার্থীর বয়সসীমা ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এভিডেভিট গ্রহণযোগ্য নয়।- কর্তৃপক্ষ

Circular Published in National Dailies (*29-December-2022)

Department of Inspection for Factories and Establishments dife

=== 

ইংরেজিতে প্রকাশিত জব সার্কুলার দেখতে 
*Click the link below to see the Recent Job Circular published in ENGLISH LANGUAGE in National Dailies (OR Job Circular Source):






Post a Comment

0 Comments