Chittagong Port Authority চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ: নিয়োগ বিজ্ঞপ্তি Job Circular

Chittagong Port Authority চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ: নিয়োগ বিজ্ঞপ্তি Job Circular

Chittagong Port Authority
Bandar Bhaban- 4100
Website: www.cpa.gov.bd
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
বন্দর ভবন- ৪১০০
Website: www.cpa.gov.bd
 

Circular: 30-12-2022

=============

Memo/ বিজ্ঞপ্তি নং- ০৫/২০২২//তাং/২/২০২২
Ref No:  চবক জঃসঃ-৬৭৭//
Date: 30-December-2022 (Published)

Job Circular/ Career Opportunity

নিয়োগ বিজ্ঞপ্তি

Chittagong Port Authority চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

*The firm will fill its following vacant posts urgently.
Applications are being invited from qualified genuine Bangladeshi nationals candidates for appointment to the following posts on regular salary scale and payable and other allowances as per rules and procedures.
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিম্নলিখিত রাজস্ব খাতভূক্ত নিম্নোক্ত স্থায়ী পদ পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অন-লাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছেঃ
Position & No. of Vacancies

*পদের নাম: ইক্যুইপমেন্ট কাম-মটর ড্রাইভার

*পদের সংখ্যা: ২২ (বাইশ)

*বেতন স্কেল (জাঃ বেঃ স্কেল): টাঃ ৯৭০০-২৩৪৯০/- (গ্রেড-১৫)
*বয়স (২৫/০৩/২০২০ তারিখে): অনুর্ধ্ব ৩০ বৎসর
*শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
ক) ৮ম শ্রেণী পাশ, এস, এস. সি পাশ হইলে অগ্রাধিকার দেওয়া হইবে। হেভী ভেহিকেল ও লাইট ট্রান্সপোর্ট ড্রাইভিং এর সনদ থাকিতে হইবে। 
খ) হেভী ভেহিকেল/লাইট ট্রান্সপোর্ট ড্রাইভিং-এ কমপক্ষে ০৩ বৎসর অভিজ্ঞতা।

*অন-লাইনে আবেদন ফরম পূরণের শর্তাবলীঃ

১। আবেদনকারীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েব সাইট www.jobscpa.org তে অন-লাইন চাকুরীর আবেদন ফরম পূরণ করে সাবমিট করতে হবে। অবশ্যই ইউনিকোড বাংলায় ফরমটি পূরণ করতে হবে;


২। অন-আইন আবেদন ফর্মের নির্ধারিত স্থানে প্রার্থীর ৩০০x৩০০ রেজুলেশনে সর্ব্বোচ্চ ২৫ কিলোবাইটের jpg/jpeg ফরমেটে সদ্য তোলা রঙিন ছবি এবং ৩০০x৮০ সাইজের স্বাক্ষর আপলোড করতে হবে;


৩। অন-লাইনে আবেদন ফরম সাবমিট করার পর প্রার্থীকে নিবন্ধন নম্বর সম্বলিত তাঁর আবেদনের একাধিক প্রিন্ট কপি (হার্ড কপি) ও একই নিবন্ধন নম্বর সম্বলিত সোনালী ব্যাংকের সোনালী সেবার পে-স্লীপ ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে। সোনালী ব্যাংকের যে কোন শাখায় (পোর্ট শাখা, চট্টগ্রাম ব্যতিত) উক্ত পে-স্লীপ দিয়ে নিয়োগ পরীক্ষার ফি বাবদ নির্ধারিত অংকের ফি ও ব্যাংক চার্জ পরিশোধ করতে হবে (ব্যাংক ড্রাফট/পে-অর্ডার/ডিটি গ্রহণযোগ্য নয়) এবং আবেদনের হার্ড কপি প্রার্থীকে সংরক্ষণ করতে হবে। নিয়োগ পরীক্ষার ফি ২০০/- (দুইশত) টাকা;

৪। আবেদনকারী প্রার্থীকে অন-লাইন আবেদনের কপির সাথে, বয়স ও শিক্ষাগত যোগ্যতার প্রমান স্বরূপ সকল সনদ, ট্রান্সক্রিপ্ট/মার্কশীট, ট্রেড কোর্স সনদ জাতীয়তা সনদ, জাতীয় পরিচয়পত্র মুক্তিযোদ্ধার সন্তান/সন্তানের ক্ষেত্রে প্রয়োজনীয় সনদপত্রাদি (ভারতীয় তালিকা, লাল মুক্তি বার্তা, গেজেট, সাময়িক সনদ, বামুস সনদ ইত্যাদি) ড্রাইভিং লাইসেন্স প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ প্রভৃতির সত্যায়িত কপি সংযুক্ত করে আবদনের ১৫(পনের) দিনের মধ্যে পরিচালক (প্রশাসন), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম বরাবরে প্রেরণ করতে হবে। অবশ্যই খামের উপর পদের নাম উল্লখ করতে হবে;

৫। প্রার্থীদের বিভিন্ন সনদে বয়সের ভিন্নতা দেখা দিলে জাতীয় পরিচয়পত্র (NID) এর বয়সকে মানদন্ড হিসেবে বিবেচনা করা হবে;


৬। কর্তৃপক্ষ কোন প্রার্থীর আবেদন কোন কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে, প্রার্থী সংখ্যা বেশী হলে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, প্রাপ্ত নম্বর, কিংবা অন্য কোন মানসম্মত (Standard) নির্ণায়কের ভিত্তিতে প্রাথমিক যোগ্যতা যাচাই পূর্বক প্রাথমিক তালিকা করতে পারবে। নিয়োগের ক্ষেত্রে চবক-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে; 

৭। প্রার্থীদের অন-লাইন আবেদনের কপি আবশ্যিকভাবে সংরক্ষণ করতে হবে;


৮। প্রার্থী যে পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনের যোগ্য হবেন, সে পরীক্ষার ফলাফল অবশ্যই আবেদন গ্রহণের শেষ তারিখের পূর্বে প্রকাশিত হতে হবে;


৯। নিয়োগের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট ক্ষেত্রে সকল প্রকার কোটা অনুসরন করা হবে;


১০। অন-লাইনে আবেদনপত্র পূরণ ও সাবমিট করতে কোন সমস্যার সম্মুখীন হলে hr@cpa.gov.bd ই-মেইল ঠিকানায় সমস্যাটির বিষয়ে যোগাযোগ করা যাবে;


১১। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের-এর ওয়েব সাইটের (www.cpa.gov.bd) মাধ্যমে যথাসময়ে নিয়োগ পরীক্ষার সময়সূচী জানানো হবে। প্রার্থীগণ www.jobscpa.org ওয়েব সাইট হতে নিবন্ধন নম্বর দিয়ে পরীক্ষার প্রবেশপত্র/ইন্টারভিউ কার্ড ডাউনলোড করে সংগ্রহ করবেন। ডাকযোগে কোন প্রবেশপত্র/ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে না;

১২। বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি হতে পারে;

১৩। মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের আবেদনের ক্ষেত্রে বয়স ৩২ বছর। মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যাদের (নাতি-নাতনি) ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর;

১৪। এ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল/সংশোধন করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে;

১৫। অন-লাইনে আবেদন গ্রহণ শুরুর সময়ঃ ৩০/১২/২০২২ খ্রিঃ সকাল ১০:০০টা;

১৬। অন-লাইনে আবেদন গ্রহণের শেষ সময়ঃ ২৮/০১/২০২৩ খ্রিঃ ১২:০০টা;

১৭। সোনালী ব্যাংক লিঃ এ ফি জমাদানের শেষ তারিখঃ ২৯/০১/২০২৩খ্রিঃ;

১৮। নিয়োগ সংক্রান্ত/ জেলা কোটার প্রাপ্যতার তথ্যের জন্য কল সেন্টার ১৬৫৬৩ নম্বরে অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করা যাবে।



28/12/2022 
-
পরিচালক (প্রশাসন) 
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

Eligible and interested candidates are invited to apply on mentioned criteria basis for the following posts to join a winning team. Who are ready and fit for the following post can apply within stated date.
-----------
Website: www.cpa.gov.bd
*See the Vacancy Announcement/ Recruitment Circular Below. 

Application Deadline: 

  28 January 2023

==================

Circular Published in National Dailies (*30-December-2022)

Chittagong Port Authority চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

=== 

ইংরেজিতে প্রকাশিত জব সার্কুলার দেখতে 
*Click the link below to see the recent job circular published in ENGLISH LANGUAGE in National Dailies (OR Job Circular Source):






Post a Comment

0 Comments