Zilla Parishad Office, Bhola জেলা পরিষদ কার্যালয়, ভােলা: Notice of Scholarship Award শিক্ষা বৃত্তি প্রদানের বিজ্ঞপ্তি

Zilla Parishad Office, Bhola জেলা পরিষদ কার্যালয়, ভােলা: Notice of Scholarship Award শিক্ষা বৃত্তি প্রদানের বিজ্ঞপ্তি

Zilla Parishad Office, Bhola
জেলা পরিষদ কার্যালয়, ভােলা
Website: www.zpbhola.gov.bd


Circular: 08-11-2022

=============

স্মারক নং- জেপ-ভােলা/প্রশাঃশাঃ/২০২২/২১৮

তারিখ: ০৮-১১-২০২২ খ্রি.

Date: 09-11-2022 (Published)
“Notice of Scholarship Award” 


“শিক্ষা বৃত্তি প্রদানের বিজ্ঞপ্তি”


জেলা পরিষদ কার্যালয়, ভােলা: শিক্ষা বৃত্তি প্রদানের বিজ্ঞপ্তি

২০২২-২০২৩ অর্থবছরে বাজেট বরাদ্দের আওতায় ভােলা জেলা পরিষদ কর্তৃক ২০২০ ও ২০২১ সনে অনুষ্ঠিত এস.এস.সি/ সমমান ও এইচ.এস.সি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ ভােলা জেলার স্থায়ী বাসিন্দা মেধাবী ছাত্র-ছাত্রীদের এককালীন আর্থিক অনুদান/ বৃত্তি প্রদানের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

| “শর্তাবলী” |

০১। আবেদনকারী শিক্ষাগত যােগ্যতা নিম্নরূপ ও উভয় পরীক্ষায়-

বিজ্ঞান বিভাগে: জিপিএ- ৫.০০

ব্যবসায় শিক্ষা বিভাগে: জিপিএ- ৪.৭৫

মানবিক বিভাগে: জিপিএ- ৪.৫০

০২। মুক্তিযােদ্ধার সন্তান ও প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে উভয় পরীক্ষায় ন্যূনতম বিজ্ঞান বিভাগে জিপিএ- ৪.৭৫, ব্যবসায় শিক্ষা বিভাগে- জিপিএ-৪.৫০, মানবিক বিভাগে জিপিএ- ৪.২৫ থাকতে হবে। তবে মুক্তিযােদ্ধার সন্তান ও প্রতিবন্ধী এর স্বপক্ষে প্রয়ােজনীয় কাগজপত্র দাখিল করতে হবে।

০৩। নির্ধারিত ছকে অথবা ছকের নমুনা অনুযায়ী ছক প্রস্তুত করে বা ফটোকপি করে আবেদনপত্র ২৩-১১-২০২২ খ্রিঃ তারিখের মধ্যে ভােলা জেলা পরিষদ কার্যালয়ে পৌছাতে হবে। আবেদনপত্রের নমুনা উপজেলা পরিষদ/ জেলা

পরিষদ কার্যালয় এবং জেলা পরিষদ ওয়েব সাইটে পাওয়া যাবে।

০৪। সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীকে নিজ হাতে ছক পূরণ করে নিজে স্বাক্ষর করতে হবে। তথ্যাদি ভুল প্রমাণিত হলে স্বাক্ষরে/ লেখায়/ গরমিল পরিলক্ষিত হলে আবেদন বাতিল বলে গণ্য হবে।

০৫। ভােলা জেলার স্থায়ী বাসিন্দা ও পরিবারের আর্থিক অসচ্ছলতার স্বপক্ষে সংশ্লিষ্ট পৌরসভার কাউন্সিলর/ ইউনিয়ন

পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র/ সনদপত্রের সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। মেধার সাথে আর্থিক অসচ্ছলতাকে প্রাধান্য দেয়া হবে।

০৬। আবেদনপত্রের সাথে পূর্ববর্তী পরীক্ষার অর্থাৎ এস,এস,সি/ এইচ,এস,সি/ সমমানের পরীক্ষার নম্বর ফর্দ/ Academic Transcript- এর সত্যায়িত অনুলিপি ও ২ কপি সত্যায়িত পাসপাের্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে।

০৭। প্রয়ােজনে বিস্তারিত তথ্যাদি জেলা পরিষদ অফিস ভােলা থেকে জানা যাবে, এছাড়া জেলা পরিষদ ওয়েবসাইট

www.zpbhola.gov.bd থেকেও জানা যাবে।

০৮। কর্তৃপক্ষ প্রয়ােজনে যে কোন শর্ত সংযােজন/ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।


ড. মােহাম্মদ আরিফুর রহমান সেখ

প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)

জেলা পরিষদ, ভােলা

ফোনঃ ০৪৯১-৬১৩৫১

E-mail: ceo@zpbhola.gov.bd

*See the Web & Circular.
*পত্রিকায় প্রকাশিত নিচের বিজ্ঞপ্তিটি দেখুন

আবেদনের শেষ তারিখ/ Application Deadline: 

23-11-2022

==================

জাতীয় দৈনিকে প্রকাশিত সার্কুলার (*09-11-2022)


Post a Comment

0 Comments