Dhaka Palli Bidyut Samiti-2: Recruitment Circular

Dhaka Palli Bidyut Samiti-2: Recruitment Circular

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২
Dhaka Palli Bidyut Samiti-2
পানালিয়া, নবাবগঞ্জ,
ঢাকা
Website: www.pbs2.dhaka.gov.bd
“নিয়ােগ বিজ্ঞপ্তি”

Circular: 31-10-2022

=============

Memo/ Ref No:   /

Job Circular নিয়োগ বিজ্ঞপ্তি 

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২
নিম্নলিখিত পদে নিয়োগের জন্য যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে নিয়মানুগ পদ্ধতিতে উল্লেখিত তারিখের মধ্যে দরখাস্ত আহবান করা যাচ্ছে। 
**

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এ “কাজ নাই মজুরী নাই” ভিত্তিতে নিমােক্ত শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে সম্পূর্ণ অস্থায়ীভাবে “বিলিং সহকারী (কাজ নাই; মজুরী নাই)" পদে জনবল নিয়ােগের প্যানেল তৈরীর নিমিত্ত ছকে বর্ণিত ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ভৌগলিক এলাকার স্থায়ী বাসিন্দা হিসেবে নিম্নবর্ণিত যােগ্যতা সম্পন্ন মহিলা নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরমে স্বহস্তে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছেঃ

পদ ও শূন্যপদের সংখ্যা:

নং + পদের নাম

০১) বিলিং সহকারী "কাজ নাই মজুরী নাই" (মহিলাদের জন্য সংরক্ষিত)

পদের সংখ্যা

০৫ টি (কম বেশী হতে পারে)

বয়সসীমাঃ

২৫/০৩/২০২০ খ্রিঃ তারিখে সর্বোচ্চ ৩০

মজুরী

দৈনিক মজুরী ৮০০.০০ (আটশত) টাকা

প্রার্থীর যােগ্যতা

(ক) এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০ এর মধ্যে জিপিএ মানতম ৩.০০ সহ উৰ্ত্তীর্ণ হতে হবে।

(খ) প্রার্থীর গাণিতিক বিষয়ে ভাল জ্ঞানসহ কম্পিউটার ও সাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে।

(গ) প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম ১০ (দশ) ও ইংরেজীতে প্রতি মিনিটে ৩০ (ত্রিশ) টি শব্দ কম্পিউটারে টাইপ করতে সক্ষম হতে হবে।

যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন-

ঢাকা পবিস-২ এর ভৌগােলিক এলাকায় স্থায়ীভাবে বসবাসকারী অর্থাৎ ঢাকা জেলার নবাবগঞ্জ ও দোহার উপজেলা, মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়ন ও হরিরামপুর উপজেলার ধুলশুরা ইউনিয়ন, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়ন এবং ফরিদপুর জেলার সদরপুর উপজেলার নারিকেলবাড়ীয়া ইউনিয়নের যােগ্যতা সম্পন্ন শুধু মাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের, যারা উল্লেখিত পদের জন্য নিজেদেরকে প্রস্তুত এবং উপযুক্ত মনে করেন তাদেরকে নির্ধারিত তারিখের মধ্যে আবেদন করার জন্য আমন্ত্রণ জানানো যাচ্ছে।

==

০২। নিয়ােগ বিজ্ঞপ্তির অন্যান্য সকল শর্তাবলী, ঢাকা পবিস-২ এর নিজস্ব ওয়েবসাইট: www.pbs2.dhaka.gov.bd এ পাওয়া যাবে।


মােঃ মজিবুর রহমান

সিনিয়র জেনারেল ম্যানেজার

Email:dhakapbs2@gmail.com


*See the Circular

*পত্রিকায় প্রকাশিত নিচের বিজ্ঞপ্তিটি দেখুন

আবেদনের শেষ তারিখ/ Application Deadline: 

ঢাকা পবিস-২ এর নিজস্ব ওয়েবসাইট দেখুন

==================

জাতীয় দৈনিকে প্রকাশিত সার্কুলার (*31-10-2022)


Post a Comment

0 Comments