(প্রতিষ্ঠাতা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান]
দ্বীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগ
বায়তুল মুকাররম, ঢাকা-১০০০।
International Hifzul Quran Competition
Saudi Arabia-2022
ওয়েবসাইট: www.islamicfoundation.gov.bd
==================
স্মারক নং: ১৬.০১.০০০০.০০৭.০৪.০০১.২২২৯৯
তারিখ : ১৫/০৫/২০২২ খ্রি.
আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযােগিতা সৌদি আরব-২০২২
International Hifzul Quran Competition Saudi Arabia-2022
আগামী ১০ থেকে ২১ সেপ্টেম্বর ২০২২ খ্রি. সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিতব্য ৪২তম বাদশা আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযােগিতায় অংশগ্রহণের জন্য নিম্নে উল্লিখিত শর্ত সাপেক্ষে বাংলাদেশী পুরুষ নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
প্রতিযােগিতার বিষয়, নির্বাচনী পরীক্ষার তারিখ +সময়, ১০.০৯.২০২২ তারিখে বয়স, পরীক্ষার স্থান:
01) তাজবীদসহ পূর্ণ ৩০ পারা হিফজ
২৬/০৫/২০২২ খ্রি. বৃহস্পতিবার। সকাল ১০.০০ টা
02) তাজবীদসহ ধারাবাহিক ১৫ পারা হিফজ
২৮/০৫/২০২২ খ্রি. শনিবার সকাল ১০.০০ টা
**অনূর্ধ্ব ২৫ বছর
**দ্বীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগ
ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম, ঢাকা।
শর্তাবলীঃ
১. প্রার্থীকে ২ (দুই) কপি সদ্য তােলা পাসপাের্ট সাইজের ছবি, জন্মনিবন্ধন সনদ/জাতীয় পরিচয় পত্রের অনুলিপি, শিক্ষাগত যােগ্যতার সনদ এবং জীবনবৃত্তান্তসহ নির্ধারিত নমুনা আবেদন ফরম দ্বীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগ অথবা ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইট www.islamicfoundation.gov.bd হতে সংগ্রহপূর্বক আবেদনপত্র আগামী ২৪/০৫/২০২২ খ্রি. তারিখ মঙ্গলবার বিকাল ৫.০০ টার মধ্যে ডাকযােগে অথবা সরাসরি নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে পৌছাতে হবে।
২. ইতিপূর্বে সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযােগিতায় অংশগ্রহণকারী প্রার্থীদের আবেদন করার প্রয়ােজন নেই।
৩, আবেদনকারীকে সােনালী ব্যাংক লি: এর যে কোন শাখা থেকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ’ এর চলতি হিসাব নম্বর ০১০৪২৪০০০০০২৪ সােনালী ব্যাংক লিঃ, বায়তুল মুকাররম শাখায় ২০০/ (দুইশত) টাকা জমা দিয়ে মূল জমারশিদ অথবা যে কোন তফসিলি ব্যাংক হতে “ইসলামিক ফাউন্ডেশন" শিরােনামে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযােগ্য) দরখাস্তের সাথে অবশ্যই সংযােজন করতে হবে।
৪, নির্বাচিত প্রার্থীকে পরবর্তী ২(দুই) দিনের মধ্যে আন্তর্জাতিক পাসপাের্ট (MRP/E-পাসপাের্ট) ও প্রয়ােজনীয় কাগজপত্র নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে জমা দিতে হবে।
৫, নির্বাচনী পরীক্ষায় কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
৬. কর্তৃপক্ষ নির্বাচনী পরীক্ষার তারিখ পরিবর্তন এবং অসম্পূর্ণ দরখাস্ত বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
৭. নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
মােঃ আনিছুর রহমান সরকার
পরিচালক (চ.দা.)
ফোন: ০২-২২৩৩৮১৭২৫
e-mail: deenydawha@gmail.com
আবেদনের শেষ তারিখ/ Application Deadline:
24-05-2022
জাতীয় দৈনিকে প্রকাশিত সার্কুলার/ Circular Published in National Dailies
0 Comments