.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলােশিপ ট্রাস্ট
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
বিসিএসআইআর ক্যাম্পাস,
ধানমন্ডি, ঢাকা
Web: www.bstft.gov.bd
স্মারক নং: ৩৯.০৯.০০০০.০০০.২৫.৮০.২০২০.৬৫
২৯ মার্চ ২০২২
Circular
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলােশিপ ট্রাস্টের আওতায় কেবলমাত্র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়সমূহে দেশে/ বিদেশে উচ্চতর শিক্ষায় (এমএস, পিএইচডি) ফেলােশিপ প্রদানের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আবেদনের শর্ত, নীতিমালা ও ফরম সংশ্লিষ্ট ওয়েবসাইটে (www.bstft.gov.bd এবং www.most.gov.bd) সংযুক্ত।
১. ফেলােশিপের আওতায় গবেষণার বিষয়সমূহঃ বিজ্ঞান ও প্রযুক্তি সংশ্লিষ্ট নিম্নলিখিত ও এতদসংশ্লিষ্ট ক্ষেত্রসমূহে ফেলােশিপ প্রদান করা হবে: পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, গণিত ও পরিসংখ্যান, জীব বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, পাবলিক হেলথ ও প্রিভেনটিভ মেডিসিন, জীব প্রযুক্তি ও অনুজীব বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও স্থাপত্য বিদ্যা, তথ্য ও যােগাযােগ প্রযুক্তি, কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং, ভুগােল ও পরিবেশ বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান, সমুদ্র বিজ্ঞান, অ্যারােনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, মৎস্য বিজ্ঞান, পশু চিকিৎসা ও পশু পালন, কনভেনশনাল ও নন-কনভেনশনাল এনার্জি, জ্বালানি গবেষণা, নিউক্লিয়ার পাওয়ার, নিউক্লিয়ার টেকনােলজি, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, আরবান ও রিজিওনাল ডেভেলপমেন্ট প্লানিং, এক্সপ্লোরেশন অব মিনারেলস এন্ড পেট্রলজি, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রােডাকশন ইঞ্জিনিয়ারিং।
২. ফেলােশিপ আবেদনকারীর যােগ্যতা:
(ক) আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশি হতে হবে।
(খ) কেবলমাত্র বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থী/গবেষক ফেলােশিপের জন্য আবেদন করতে পারবেন। কলা (Arts) ও বাণিজ্যিক (Commerce) বিভাগের কোন শিক্ষার্থী/ গবেষক আবেদনের জন্য যােগ্য হবেন না।
(গ) আবেদনকারীগণের মৌখিক পরীক্ষা গ্রহণ ও Power Point Presentation (in person অথবা ক্ষেত্র বিশেষে online) নেওয়া হবে।
(ঘ) যে সমস্ত শিক্ষক/ আবেদনকারী ইতােপূর্বে MS করেছেন, তারা ২য় বার MS কোর্সে ফেলােশিপের জন্য আবেদন করতে পারবেন না।
(ঙ) আবেদনকারী সরকারি চাকুরিজীবী হলে তার চাকরি স্থায়ী হতে হবে।
(চ) শিক্ষাগত যােগ্যতা: ফেলােশিপ-এর জন্য আবেদনকারীগণের শিক্ষাজীবনে স্বীকৃত শিক্ষাবাের্ড/ বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত সার্টিফিকেট/ ডিগ্রীর মধ্যে এম.এস এর। ক্ষেত্রে ন্যূনতম ৩টি ১ম শ্রেণি ও পিএইচডির ক্ষেত্রে ন্যূনতম ৪টি ১ম শ্রেণি অথবা সিজিপিএ পদ্ধতিতে ৪.০০ স্কেলে ন্যূনতম ৩.২৫ এবং ৫.০০ স্কেলে ন্যুনতম ৪.০০ থাকতে হবে। শিক্ষা বাের্ড বা বিশ্ববিদ্যালয়ের কোন পরীক্ষায় ৩য় শ্রেণি/বিভাগ গ্রহণযােগ্য হবে না। গবেষণার বিষয়বস্তু যদি জাতীয় পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উদ্ভাবনী কাজে বিশেষ অবদান রাখবে বলে বিবেচিত হয় সেক্ষেত্রে আবেদনকারীকে অগ্রাধিকার দেয়া হবে।
(ছ) অন্য কোন সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান হতে প্রস্তাবিত গবেষণার জন্য কোন প্রকার ফেলােশিপ/ অনুদান গ্রহণ করেন না, এরূপ আবেদনকারী অনুচ্ছেদ-১ এ উল্লিখিত বিষয়ে সার্বক্ষণিকভাবে তথা পূর্ণকালীন (Full Time) অধ্যয়নরত/ গবেষণারত/ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ/ সুপারভাইজার কর্তৃক চুড়ান্ত ভর্তির অফারপ্রাপ্ত হয়ে থাকলে উপযুক্ত শিক্ষাগতযােগ্যতা থাকা সাপেক্ষে এই ফেলােশিপের জন্য আবেদনের যােগ্য বলে বিবেচিত হবেন।
(জ) পিএইচডি ফেলােশিপের ক্ষেত্রে মাস্টার্স পর্যায়ে ইংরেজিতে থিসিস লেখার অভিজ্ঞতাসম্পন্ন এবং দেশি/ বিদেশি জার্নালে ইংরেজিতে গবেষণামূলক প্রবন্ধ প্রকাশ করেছেন এমন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
(ঝ) আবেদনকারীর বয়স: আবেদন জমাদানের শেষ তারিখে আবেদনকারীর বয়স এমএস কোর্সের ক্ষেত্রে অনূর্ধ্ব ৪০ বছর এবং পিএইচডি কোর্সের ক্ষেত্রে অনূর্ধ্ব ৪৫ বছর হতে হবে।
(ঞ) বিদেশে পিএইচডি এবং এমএস কোর্সের জন্য আবেদনকারীগণের IELTS স্কোর ৬.৫০ এবং তদানুসারে TOEFL/ GRE অন্য কোন স্বীকৃত স্কোর থাকতে হবে।
৩, ফেলােশিপের জন্য আবেদন জমা প্রদান পদ্ধতি:
(ক) আবেদন ফরম সংগ্রহ ও জমাদান: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলােশিপ ট্রাস্টের ওয়েবসাইট এবং ট্রাস্ট কার্যালয় হতে। আবেদনপত্র সংগ্রহ করা যাবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়/ ট্রাস্ট কর্তৃক নির্ধারিত ফরমে সরাসরি ট্রাস্ট বরাবর আগামী ২৬/০৪/২০১২ তারিখের মধ্যে ফেলােশিপের জন্য আবেদন দাখিল করতে হবে। বাছাই কমিটির মাধ্যমে সরাসরি দাখিলকৃত আবেদনসমূহ হতে ফেলােশিপ প্রদানের জন্য প্রার্থী বাছাই করা হবে।
(খ) আবেদনপত্রের সঙ্গে আবশ্যিকভাবে নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত থাকতে হবে:
(১) সকল শিক্ষাগতযােগ্যতার সনদ ও মার্কশীটের ছায়ালিপি (১ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত)।
(২) আবেদনপত্রের সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃক ইস্যুকৃত ভর্তির অফার লেটার সংযুক্ত করতে হবে।
(৩) দেশে ফেলােশিপের জন্য বিশ্ববিদ্যালয়/ ইন্সটিটিউটের সংশ্লিষ্ট কোর্সে ভর্তির কাগজপত্র ও ভর্তির রশিদ। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অফার লেটার প্রাথমিকভাবে বিবেচনা করা হবে। কিন্তু দ্বিতীয় কিস্তির ফেলােশিপের অর্থ গ্রহণের ক্ষেত্রে আবেদনের সাথে বিশ্ববিদ্যালয়ের ভর্তির রশিদ অবশ্যই দাখিল করতে হবে।
(৪) “আবেদনকারী একজন সার্বক্ষণিক তথা পূর্ণকালীন (Full Time) শিক্ষার্থী/ গবেষক” এই মর্মে সংশ্লিষ্ট শিক্ষা/গবেষণা প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। প্রত্যয়নপত্রে বিভাগীয় প্রধানের স্বাক্ষর, নাম, প্রাতিষ্ঠানিক ঠিকানা, টেলিফোন নম্বর এবং ই-মেইল ঠিকানা থাকতে হবে।
-------------------------------------------------------------------------
আবেদনের শেষ তারিখ/ Application Deadline:
26-04-2022
----------------------------------
0 Comments