বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
৫৩, মহাখালী, বা/এ, ঢাকা-১২১২
www.bia.gov.bd
বীমা বিষয়ক-
এসােসিয়েটশীপ অব বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি (এবিআইএ)
মে-২০২২ পর্বে
ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি
Admission Notice- ABIA
বীমা শিল্পের প্রসারে দক্ষ জনশক্তি সৃষ্টি এবং এ পেশায় নিয়ােজিত জনবলকে যুগের চাহিদা মােতাবেক পেশাগত জ্ঞানে সমৃদ্ধ করে গড়ে তুলতে ‘এসােসিয়েটশীপ অব বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি (এবিআইএ)’ কোর্সটি অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বীমা শিল্পের ক্রমবর্ধমান অগ্রযাত্রায় অংশগ্রহণ করার জন্য প্রতি বৎসরের ন্যায় এবারও বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমির এবিআইএ মে-২০২২ পর্বে অংশগ্রহণের জন্য আগ্রহী সকলকে আহবান জানানাে হচ্ছে।
ভর্তি ও পরীক্ষার ফি প্রদানের সময়সূচি নিম্নরূপ:
ভর্তি ও রেজিস্ট্রেশন:
সময়সীমা: ১৯ মে থেকে ১৯ জুন ২০২২ পর্যন্ত
ফি: ৬০০/- টাকা
কাউন্সিলিং ফি এবং পরীক্ষার ফি প্রদান:
সময়সীমা: ১৯ মে থেকে ১৯ জুন ২০২২ পর্যন্ত
ফি: প্রতি বিষয় কাউন্সিলিং ফি ৪৫০/- টাকা
ফি: প্রতি বিষয় পরীক্ষার ফি ৫০০/- টাকা
কাউন্সিলিং ক্লাশ:
২১ জুন-২০২২ থেকে শুরু
প্রবেশপত্র সংগ্রহ:
১৪ জুলাই-২০২২ থেকে শুরু
পরীক্ষা:
২১ জুলাই ২০২২ হতে শুরু
পরীক্ষার সময়সূচি ওয়েব সাইটের মাধ্যমে পাওয়া যাবে।
== == == == ==
* ভর্তির জন্য যােগ্যতা: নূন্যতম স্নাতক ডিগ্রী।
* ডিপ্লোমা ভর্তি ও পরীক্ষার নিয়মাবলী একাডেমির ওয়েব সাইট (www.bia.gov.bd) পাওয়া যাবে।
* রেজিস্ট্রেশন ফি, পরীক্ষার ফি, কাউন্সিলিং ফি, মেম্বারশীপ ফি Dutch Bangla Mobile Bank (A/C No: 1973) রকেট এর মাধ্যমে জমা দিতে হবে ।
* E-mail: bangladeshinsuranceacademy@gmail.com
* মােবাইল: ০১৭১১-৯৬৩১৫৫, ০১৭৪৫-৩৫৯০৬৯ এবং ০১৯১৫-৮৭৬৯৭৬
এস.এম ইব্রাহিম হােসাইন, ACII
পরিচালক (অ: দা:)
0 Comments