Honorable Prime Minister's National Award for Tree Planting

Honorable Prime Minister's National Award for Tree Planting

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়
কুমিল্লা সামাজিক বন বিভাগ।
শাকতলা, কুমিল্লা।

বিজ্ঞপ্তি নং-১( প্র.জা.পু)/২০১৯
তারিখঃ ০৩/১১/২০১৯ খ্রিঃ

বৃক্ষরোপণে মাননীয় প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার

এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে, প্রতিবছরের ন্যায় এই বছরও বৃক্ষরোপণে মাননীয় প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার/২০১৯ প্রদান করা হইবে। সেই প্রেক্ষিতে কুমিল্লা, চাদপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, এনজিও, ব্যব্ক্তি মালিকানাধীন নার্সারী ও বৃক্ষরোপণের সহিত সম্পৃক্ত সকল জনসাধারণের নিকট হইতে “বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার/২০১৯* প্রদানকল্পে নিযলিখিত ১০ (দশ) টি শ্রেণীর প্রত্যেকটির জন্য ১ম, ২য় ও ৩য় পুরস্কারের জন্য আবেদনপত্র আহবান করা যাইতেছে। আবেদনপত্র বিভাগীয় বন কর্মকর্তা, কুমিল্লা সামাজিক বন বিভাগ, কুমিল্লার কার্যালয় এবং সামাজিক বনায়ন নার্সারী প্রশিক্ষণ কেন্দ্র কোটবাড়ি, চান্দিনা, মুরাদনগর, টাদপুর ও ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা, চাদপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ফরেস্টারের কার্যালয় হইতে সংগ্রহ করতঃ উহা পূরণ করিয়া বর্ণিত কার্যালয়সমূহে আগামী ২৮/১১/২০১৯ খ্রিঃ তারিখের মধ্যে দাখিল করিবার জন্য অনুরোধ করা হইল । প্রয়োজনে এই সংক্রান্ত বিভিন্ন তথ্যাদি নিয়স্বাক্ষরকারীর কার্যালয়/সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়/ অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও বন বিভাগের স্থানীয় কার্যালয় হইতে জানিতে পারা যাইবে।

পুরস্কারের শ্রেণীসমূহ-
ক) প্রাথমিক বিদ্যালয়/উচ্চ বিদ্যালয়/এবতেদায়ী মাদ্রাসা/সিনিয়র মাদ্রাসা,
(খ) কলেজ/বিশ্ববিদ্যালয় ,
(গ) ইউনিয়ন পরিষদ/ উপজেলা পরিষদ/জেলা পরিষদ/গৌরসভা/সিটি. কর্পোরেশন,
(ঘ) অধিদপ্তর/পরিদপ্তর/সেক্টুর কর্পোরেশন/ প্রতিষ্ঠান,
(-) এনজিও/ ক্লাব/ষ্বেচ্ছাসেবী সংস্থা,
(চ) ব্যক্তিগত পর্যায়ে বৃক্ষরোপণ,
(ছ) ব্যক্তি মালিকানাধীন নার্সারী,
(জ) বাড়ির ছাদে বাগান সৃজন,
(ঝ) বন বিভাগ কর্তৃক সৃজিত বাগান,
(-) বৃক্ষ গবেষণা/সংরক্ষণ/উদ্ভাবন।


কাজী মুহাম্মদ নূরুল করিম
বিভাগীয় বন কর্মকর্তা ।
কুমিল্লা সামাজিক বন বিভাগ।
ফোন নং ০৮১-৬৮৪৪৯।

Post a Comment

0 Comments