গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়
কুমিল্লা সামাজিক বন বিভাগ।
শাকতলা, কুমিল্লা।
বিজ্ঞপ্তি নং-১( প্র.জা.পু)/২০১৯
তারিখঃ ০৩/১১/২০১৯ খ্রিঃ
বৃক্ষরোপণে মাননীয় প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার
এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে, প্রতিবছরের ন্যায় এই বছরও বৃক্ষরোপণে মাননীয় প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার/২০১৯ প্রদান করা হইবে। সেই প্রেক্ষিতে কুমিল্লা, চাদপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, এনজিও, ব্যব্ক্তি মালিকানাধীন নার্সারী ও বৃক্ষরোপণের সহিত সম্পৃক্ত সকল জনসাধারণের নিকট হইতে “বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার/২০১৯* প্রদানকল্পে নিযলিখিত ১০ (দশ) টি শ্রেণীর প্রত্যেকটির জন্য ১ম, ২য় ও ৩য় পুরস্কারের জন্য আবেদনপত্র আহবান করা যাইতেছে। আবেদনপত্র বিভাগীয় বন কর্মকর্তা, কুমিল্লা সামাজিক বন বিভাগ, কুমিল্লার কার্যালয় এবং সামাজিক বনায়ন নার্সারী প্রশিক্ষণ কেন্দ্র কোটবাড়ি, চান্দিনা, মুরাদনগর, টাদপুর ও ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা, চাদপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ফরেস্টারের কার্যালয় হইতে সংগ্রহ করতঃ উহা পূরণ করিয়া বর্ণিত কার্যালয়সমূহে আগামী ২৮/১১/২০১৯ খ্রিঃ তারিখের মধ্যে দাখিল করিবার জন্য অনুরোধ করা হইল । প্রয়োজনে এই সংক্রান্ত বিভিন্ন তথ্যাদি নিয়স্বাক্ষরকারীর কার্যালয়/সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়/ অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও বন বিভাগের স্থানীয় কার্যালয় হইতে জানিতে পারা যাইবে।
পুরস্কারের শ্রেণীসমূহ-
ক) প্রাথমিক বিদ্যালয়/উচ্চ বিদ্যালয়/এবতেদায়ী মাদ্রাসা/সিনিয়র মাদ্রাসা,
(খ) কলেজ/বিশ্ববিদ্যালয় ,
(গ) ইউনিয়ন পরিষদ/ উপজেলা পরিষদ/জেলা পরিষদ/গৌরসভা/সিটি. কর্পোরেশন,
(ঘ) অধিদপ্তর/পরিদপ্তর/সেক্টুর কর্পোরেশন/ প্রতিষ্ঠান,
(-) এনজিও/ ক্লাব/ষ্বেচ্ছাসেবী সংস্থা,
(চ) ব্যক্তিগত পর্যায়ে বৃক্ষরোপণ,
(ছ) ব্যক্তি মালিকানাধীন নার্সারী,
(জ) বাড়ির ছাদে বাগান সৃজন,
(ঝ) বন বিভাগ কর্তৃক সৃজিত বাগান,
(-) বৃক্ষ গবেষণা/সংরক্ষণ/উদ্ভাবন।
কাজী মুহাম্মদ নূরুল করিম
বিভাগীয় বন কর্মকর্তা ।
কুমিল্লা সামাজিক বন বিভাগ।
ফোন নং ০৮১-৬৮৪৪৯।
0 Comments