Bangladesh Insurance Association
বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশন
হোসেন টাওয়ার, 10 তলা, 116, নয়া পল্টন, ঢাকা- 1000
বিজ্ঞপ্তি
এতদ্বারা নন লাইফ বীমা কোম্পানি এবং বীমা গ্রহীতাদের সদয় জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে,
* Insurance Development and Regulatory Authority- IDRA/ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ- আই ডি আর এ কর্তৃক নন-লাইফ বীমা কোম্পানি সমূহের জন্য 02/07/2019 তারিখে জারিকৃত non-life: 64/2019 IDRA নং সার্কুলার এর সকল বিধানসমূহ প্রতিপালন করুন
* প্রতিটি নন লাইফ বীমা কোম্পানি আগামী পহেলা আগস্ট 2019 থেকে বিভিন্ন গ্রাহকের নিকট থেকে আদায়কৃত প্রিমিয়াম জমা করনের জন্য যে কোনো পৃথক 03/ তিনটি তফসিলি ব্যাংকে প্রতিটি ব্যাংকে একটি করে সর্বোচ্চ পৃথক 03/ তিনটি হিসেবে রাখা যাবে, চেক, পে-অর্ডার, ইলেকট্রনিক ট্রান্সফার এবং 5,000/ টাকা পর্যন্ত ব্যাংক হিসাবে নগদ জমা প্রদান করা যাবে
* আপনার প্রিমিয়াম এর অর্থ জমা দিয়ে বীমা কোম্পানির সংশ্লিষ্ট কার্যালয় থেকে Money/ মানি রিসিপ্ট সংগ্রহ করুন, প্রিমিয়াম এর অর্থ 5000/= পাঁচ হাজার টাকার ঊর্ধে নগদে পরিশোধ করা থেকে বিরত থাকুন
* আগামী পহেলা আগস্ট 2019 থেকে 15% এর বেশি এজেন্সি কমিশন প্রদান করা যাবে না
* কোন বীমা কোম্পানি 15% এর বেশি এজেন্সি কমিশন প্রদান করলে বীমা আইনের আওতায় অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং সে অনুযায়ী কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে
* কমিশন ভিত্তিক কোন বীমা উন্নয়ন কর্মকর্তা নিয়োগ দেওয়া যাবে না এবং এ ধরনের নিয়োগ থাকলে তা 31 জুলাই 2019 এর মধ্যে বাতিল করতে হবে, শুধু Insurance Development and Regulatory Authority- IDRA/ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ- আই ডি আর এ এর লাইসেন্সধারী এজেন্টকে 15% কমিশন পরিশোধ করতে হবে
* কোন বীমা কোম্পানি নিয়ম বহির্ভূত কাজে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে উক্ত কোম্পানির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনকি লাইসেন্সও বাতিল হতে পারে
* বীমা কোম্পানির অর্থ কোন অনুমোদিত হিসাবের বাইরে জমা হচ্ছে কিনা তা খতিয়ে দেখুন, উল্লেখ্য বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য সংস্থা আপনার কার্যালয়ের উপর নজর রাখছে, সুতরাং বিষয়টি সম্পর্কে সচেতন হউন
* সার্কুলার এর কোন বিষয় সম্পর্কে অস্পষ্টতা থাকলে তা Insurance Development and Regulatory Authority- IDRA/ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ- আই ডি আর এ অথবা বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশন এর সাথে আলাপ করুন অথবা আপনার কোন সহকর্মীর সহযোগিতা নিয়ে বিষয়টি সম্পর্কে ভালোভাবে জ্ঞাত হউন
* বীমাকৃত বিষয়বস্তুর যথাযথ নিরাপত্তা, ক্ষতিপূরণ প্রাপ্তি তথা জাতীয় অর্থনীতিতে বীমা খাতের অবদান বৃদ্ধির স্বার্থে Insurance Development and Regulatory Authority- IDRA/ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ- আই ডি আর এ কর্তৃক গৃহীত সিদ্ধান্তাবলী বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল বিমাগ্রহীতাকে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে
* 19 শে জুন 2019 তারিখে ঢাকা ক্লাব এ সকল বীমা কোম্পানির চেয়ারম্যান এবং মুখ্য নির্বাহী কর্মকর্তাদের সমন্বয়ে অনুষ্ঠিত সভার Insurance Development and Regulatory Authority- IDRA/ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ- আই ডি আর এ কর্তৃক জারীকৃত 64 নং সার্কুলার এর বিষয়বস্তু প্রতিপালনে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়
বীমা শিল্পের উন্নয়ন ও জাতীয় অর্থনীতিতে বীমা শিল্পের অবদান আরো বৃদ্ধি করার জন্য সংশ্লিষ্ট সকলকে নিম্নোক্ত বিষয়গুলো যথাযথ পরিপালনে সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ করা হলো
শেখ কবির হোসেন
প্রেসিডেন্ট
বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশন
হোসেন টাওয়ার, 10 তলা, 116, নয়া পল্টন, ঢাকা- 1000
0 Comments